Saturday, May 3, 2025

ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা! টেনেহিঁচড়ে যুবককে নিয়ে গেল ‘ঘাতক’ গাড়ি!

Date:

বর্ষবরণের দিন ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। বয়স কুড়ির তরুণীর ভয়াবহ মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে বর্ষবরণের রাতে নয়ডার আরও একটি আরও একটি মৃত্যুর ঘটনা প্রকাশ্যে উঠে এল। রাতে বাড়িতে বাড়িতে খাবার দিতে বেরিয়ে ডেলিভারি বয়ের বাইকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এরফলে নীচে পড়ে যান ওই ডেলিভারি বয়। ওই অবস্থায় তাঁর দেহ টেনে হিঁচড়ে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান যুবক। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত গাড়ি চালকের খোঁজ মেলেনি।


আরও পড়ুন:দিল্লির মতোই উত্তরপ্রদেশে তরুণীকে হিঁচড়ে টেনে নিয়ে গেল গাড়ি!
জানা গেছে, সোমবার রাত ১টা নাগাদ নয়ডার সেক্টর-১৪ এলাকার কাছে একটি উড়ালপুল্র কাছে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম কৌশল যাদব।পুলিশ জানিয়েছে, কুশল স্কুটিতে করে যাচ্ছিলেন। তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। এরপর কুশলকে ৫০০ মিটার দূরের মন্দিরের কাছ অবধি টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়িটি। সেখানে থামালেও মৃতদেহ দেখার পরে গাড়ি নিয়ে পালায় চালক। কুশলের ভাই রাত একটা নাগাদ ফোন করলে এক পথচারি ফোন ধরে এবং দুর্ঘটনার কথা জানায়।


কুশলের ভাই থানায় অভিযোগ করলে পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে নামে। অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হচ্ছে। দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হবে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...
Exit mobile version