Friday, November 14, 2025

বন্দে ভারতে হামলাকারী ৪জনই নাবালক! তথ্য দিয়ে অভিযুক্তদের পরিচয় জানাল রেল পুলিশ

Date:

রেলের তরফে আগেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল। এবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ে হামলাকারী চারজনের পরিচয় সামনে আনলো রেল।
হামলাকারী ৪ জনকেই শনাক্ত করেছে রেল পুলিশ। জানা গিয়েছে তারা সকলেই নাবালক। পুলিশ জানিয়েছে, আলুয়াবাড়ি ও মঙ্গেরজান এলাকার মাঝে অভিযুক্তদের গ্রাম। প্রত্যেকেরই পরিবারের খোঁজ মিলেছে। নিমল নামের একটি গ্রামে থাকে ওই চার নাবালক। এমনটাই জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এই ঘটনায় মালদা ও বিহার, দুই প্রশাসনকেই ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে রেলের তরফে।

গত, মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। বিজেপি ইস্যুটি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলার নাম বদনাম করার চেষ্টা করেছিল। এবার সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তদের পরিচয় সামনে আসতেই গেরুয়া শিবিরের মিথ্যাচার, কুৎসা ফের প্রকাশ্যে চলে এলো। যে জায়গা থেকে পাথর ছোঁড়া হয়েছিল সেটি বিহারের অংশ বলেই জানা গিয়েছে।

এদিকে, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রেলের দাবি, নিউ জলপাইগুড়িগামী আপ বন্দে ভারতে এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বেলা ১২টা বেজে ৫৫ মিনিট নাগাদ। সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়োতে ৪ জনকে দেখা যাচ্ছে। সিসি ক্যামেরার ছবিতেই ধরা পড়ছে পাথর ছোড়ার সময়। কোনও স্টেশন নয়। গ্রামাঞ্চল থেকেই ছোড়া হয় পাথর। বাংলায় নয়। মঙ্গলবার পাথর ছোড়া হয় বিহার থেকে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক এই দাবি করেছিলেন। এবং সেটাই সত্যি। রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বঙ্গ বিজেপির।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version