Tuesday, May 6, 2025

Khardah : অধ্যাপকের বাড়িতে নোটের কাঁড়ি, ৩২ লক্ষ নগদ উদ্ধার পুলিশের

Date:

Share post:

ফের টাকা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য , এবার ডেস্টিনেশন উত্তর ২৪ পরগণার খড়দহ (Khardah)। পুলিশ সূত্রে খবর নাথুপাল ঘাট রোডে (Nathupal Ghat Road) বৃহস্পতিবার রাত থেকে এক প্রফেসরের বাড়িতে চিরুনি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর (Barrackpore Police Commissioner)গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ (Khardah)। সেই অভিযানেই উদ্ধার এই প্রায় ৩২ লক্ষ নগদ টাকা। স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকতেন অমিতাভ দাস (Amitabh Das)নামে এক ব্যক্তি, পেশায় অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান তিনি। তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগ আছে বলে জানা গেছে। শুধু তাই নয় কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলেও অভিযোগ করছেন তাঁর প্রতিবেশীরা। গতকাল থেকে আজ, শুক্রবার পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও গোয়েন্দারা। সেই অভিযানেই উদ্ধার থরে থরে ২০০০ টাকার নোটের বাণ্ডিল, হিসেব বলছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৩২ লক্ষ।

সম্প্রতি রাজ্যের বুকে বারবার টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দহ । ঠিক কী কারণে পুলিশ ওই ফ্ল্যাটেই তল্লাশি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ওই অধ্যাপক কোনও দুর্নীতিতে যুক্ত ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে অধ্যাপক অমিতাভ দাস তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তানকে নিয়ে গত আড়াই বছর ধরে ওই ফ্ল্যাটেই থাকেন। কী কারণে অত টাকা তিনি ফ্ল্যাটে রেখেছিলেন সেই বিষয়ে এখনও কিছু না জানা গেলেও তদন্তে পুলিশ।

spot_img

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...