Tuesday, August 26, 2025

ফের টাকা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য , এবার ডেস্টিনেশন উত্তর ২৪ পরগণার খড়দহ (Khardah)। পুলিশ সূত্রে খবর নাথুপাল ঘাট রোডে (Nathupal Ghat Road) বৃহস্পতিবার রাত থেকে এক প্রফেসরের বাড়িতে চিরুনি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর (Barrackpore Police Commissioner)গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ (Khardah)। সেই অভিযানেই উদ্ধার এই প্রায় ৩২ লক্ষ নগদ টাকা। স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকতেন অমিতাভ দাস (Amitabh Das)নামে এক ব্যক্তি, পেশায় অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান তিনি। তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগ আছে বলে জানা গেছে। শুধু তাই নয় কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলেও অভিযোগ করছেন তাঁর প্রতিবেশীরা। গতকাল থেকে আজ, শুক্রবার পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও গোয়েন্দারা। সেই অভিযানেই উদ্ধার থরে থরে ২০০০ টাকার নোটের বাণ্ডিল, হিসেব বলছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৩২ লক্ষ।

সম্প্রতি রাজ্যের বুকে বারবার টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দহ । ঠিক কী কারণে পুলিশ ওই ফ্ল্যাটেই তল্লাশি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ওই অধ্যাপক কোনও দুর্নীতিতে যুক্ত ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে অধ্যাপক অমিতাভ দাস তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তানকে নিয়ে গত আড়াই বছর ধরে ওই ফ্ল্যাটেই থাকেন। কী কারণে অত টাকা তিনি ফ্ল্যাটে রেখেছিলেন সেই বিষয়ে এখনও কিছু না জানা গেলেও তদন্তে পুলিশ।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version