Monday, November 10, 2025

রঞ্জি ট্রফির ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। যার ফলে উত্তরাখণ্ড ম্যাচ ড্র করে রঞ্জি এলিটের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানেই থাকল বাংলা। চার ম্যাচে তাদের এখন ১৯ পয়েন্ট। এই গ্রুপে উত্তরাখণ্ড শীর্ষে ছিল। তারা তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। চারটি ম্যাচ খেলে মনোজ তিওয়াড়ির দল দুটি জিতেছে, দুটিতে হেরেছে। শুক্রবার সকালে ৪৮-১ নিয়ে খেলা শুরু করেছিল বাংলা। কিন্তু শেষদিনের সকালে দ্রুত রান তুলতে গিয়ে একটা সময় ১৯১-৭ হয়ে গিয়েছিল মনোজের দল। অভিমন্যু ঈশ্বরণ (৮২ নট আউট) ও সুদীপ ঘরামি (৭২) সকালে আরও ৯৬ রান যোগ করেছিলেন। স্বপ্নিল সিং সুদীপকে ফিরিয়ে দেওয়ার পর চারে আকাশ দীপকে পাঠানো হয়েছিল চার-ছয় হাঁকানোর জন্য। তিনি ৯ বলে ১৮ রান করে ফিরে যান। আর এরপরই বাংলা পরপর উইকেট হারিয়েছে। প্রদীপ্ত প্রামানিক ৮, শাহবাজ আমেদ ১, অভিষেক পোড়েল ২ ও মনোজ তিওয়ারি ৪ রান করে আউট হয়ে যান। এঁরা সবাই দ্রুত রান তুলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। শেষপর্যন্ত বাংলা ২০৬-৭ করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর উত্তরাখণ্ড বিনা উইকেটে ৬৯ রান তোলার পর খেলা ড্র হয়ে গিয়েছে। সেইসময় অবনীশ সুধা ৫৪ ও জীয়নজিৎ সিং ১৪ রানে নট আউট ছিলেন।

আরও পড়ুন:পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version