Sunday, May 4, 2025

মত্ত অবস্থায় স্কুলে প্রধানশিক্ষক! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের

Date:

মদ খেয়ে বিদ্যালয়ে খোদ স্কুলের প্রধান শিক্ষক (Head Teacher)! যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের ব্যাপক বিক্ষোভ দেখালেন। শুধু তাই নয়, স্কুল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সহকারি স্কুল পরিদর্শক এলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর থামে বিক্ষোভ। হুগলির আরামবাগের (Arambag) ঘটনা।

জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরূণ কুমার সিং। তিনি স্থানীয় মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের দিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। রোজই নাকি তিনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। বিষয়টি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই জানতেন। যদিও আগে কোনওদিন তাঁরা প্রতিবাদ (Protests) করেননি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। স্কুলের গেটে এখন তালা ঝুলছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে স্কুলের গেট বন্ধ থাকবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গতকাল, বৃহস্পতিবার স্কুলে গিয়ে গ্রামবাসীরা দেখেন, স্টাফরুমে মদের গন্ধ। নেশার ঘোরে কথা বলছেন খোদ প্রধানশিক্ষক! বাকি শিক্ষকরা স্টাফ রুমের বাইরে চলে গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হন গ্রামবাসীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। শেষপর্যন্ত প্রধানশিক্ষককে বের করে গিয়ে স্কুলে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

এদিন সকালে দীর্ঘক্ষণ স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়া, এমনকী শিক্ষকদেরও। এরপর স্কুল পরিদর্শককে যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি, অভিযুক্ত প্রধানশিক্ষককে সরিয়ে দিতে হবে।

 

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version