Saturday, August 23, 2025

মত্ত অবস্থায় স্কুলে প্রধানশিক্ষক! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের

Date:

মদ খেয়ে বিদ্যালয়ে খোদ স্কুলের প্রধান শিক্ষক (Head Teacher)! যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের ব্যাপক বিক্ষোভ দেখালেন। শুধু তাই নয়, স্কুল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সহকারি স্কুল পরিদর্শক এলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর থামে বিক্ষোভ। হুগলির আরামবাগের (Arambag) ঘটনা।

জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরূণ কুমার সিং। তিনি স্থানীয় মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের দিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। রোজই নাকি তিনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। বিষয়টি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই জানতেন। যদিও আগে কোনওদিন তাঁরা প্রতিবাদ (Protests) করেননি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। স্কুলের গেটে এখন তালা ঝুলছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে স্কুলের গেট বন্ধ থাকবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গতকাল, বৃহস্পতিবার স্কুলে গিয়ে গ্রামবাসীরা দেখেন, স্টাফরুমে মদের গন্ধ। নেশার ঘোরে কথা বলছেন খোদ প্রধানশিক্ষক! বাকি শিক্ষকরা স্টাফ রুমের বাইরে চলে গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হন গ্রামবাসীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। শেষপর্যন্ত প্রধানশিক্ষককে বের করে গিয়ে স্কুলে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

এদিন সকালে দীর্ঘক্ষণ স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়া, এমনকী শিক্ষকদেরও। এরপর স্কুল পরিদর্শককে যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি, অভিযুক্ত প্রধানশিক্ষককে সরিয়ে দিতে হবে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version