নতুন বছরের শুরু থেকে দেশজুড়ে হাড় কাঁপানো ঠাণ্ডায় মানুষ জবুথবু। চলছে শৈত্যপ্রবাহ। আর সেই শৈত্যপ্রবাহেই (Cold flow) একদিনে ২৫ জনের মৃ*ত্যু। কানপুরে মারণ শৈত্যপ্রবাহ! প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক (Heart Attack) ও ব্রেন স্ট্রোকের জেরেই তাদের মৃ*ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া (Hypertension)ও রক্ত জমাট বেঁধে যাওয়া-ই হার্ট ও ব্রেন অ্যাটাকের (Brain Stroke)কারণ।
রাজধানীতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। বিগত ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ফলে অনেকেরই হার্ট ও সিওপিডি-র সমস্যা দেখা দিচ্ছে।