Sunday, August 24, 2025

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এডিজি পদে মনোজ বর্মা, সরলেন রাজীব মিশ্র

Date:

রাজ্য পুলিশের রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে ব্যাপক রদবদল। এডিজি পদে বসানো হল মনোজকুমার বর্মাকে। এতদিন ওই পদে ছিলেন রাজীব কুমার মিশ্র। তাঁকে আনা হল এনফোর্সমেন্টর ডিরেক্টরেটে। যা আগের থেকে কম গুরুত্বপূর্ণ পদ। রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতি জারি করে এই রদবদলের খবর প্রকাশ করা হয়।

এর আগে মনোজ বর্মা ছিলেন রাজ্যের নিরাপত্তা বিভাগের অতিরিক্ত নির্দেশক পদে। একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই সব দায়িত্বের পাশাপাশিই এবার নতুন দায়িত্ব দেওয়া হল এই দক্ষ আইপিএস-কে। একই সঙ্গে এডিজি সিআইডির পদ থেকে কম গুরুত্বপূর্ণ ডিজিপি (প্রশিক্ষণ) পদে পাঠানো হয়েছে আনন্দ কুমারকে।

এই পরিবর্তন রুটিন নাকি পঞ্চায়েত ভোটের আগে অন্য কোনও কারণে আছে তা নিয়ে বিভিন্ন মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মনোজ বর্মা মুখ্যমন্ত্রীর পছন্দের একজন পুলিশ অফিসার বলেই পরিচিতি। তাই গুরুত্বপূর্ণ পদে তাঁকে বসালেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। এছাড়া সম্প্রতি।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেছিলেন, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁর উপর নজরদারি চালাচ্ছে। এমনকী তাঁর দিল্লির বাড়ির সামনে দুই গোয়েন্দা আধিকারিক নজরদারি চালানোর সময় ধরা পড়েছিলেন বলেও দাবি করেন সুভাষ সরকার। তাঁর এমন দাবির কয়েক দিনের মধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদে এই বড়সড় রদবদল খুব তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version