গুজরাটের (Gujrat) আহমেদাবাদে (Ahmedabad Fire Incident) মর্মান্তিক অ*গ্নিকাণ্ড। ফ্ল্যাটের গিজার থেকে ছড়িয়ে পড়ল আ*গুন। ঘটনা গিরধর নগর সার্কেলের এক বহুতলের। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন (Fire Engine) পৌঁছে আ*গুন নেভানোর কাজ শুরু করে।

আগুনে ঝলসে কিশোরীর মর্মান্তিক মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য গিরধর নগর সার্কেলের (Gir Dhar Circle) এক আবাসনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত আবাসনের ফ্ল্যাটে আগুন পৌঁছে যাওয়ায় হতচকিত হয়ে যান বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে কিশোরীর মৃ*ত্যু হয়। দমকলের ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। কিশোরীর মৃ*ত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়।