Monday, August 25, 2025

রাজ্যের সরকারি আধিকারিকের নামে টাকা হাতানোর অভিযোগ! যোগীরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

খোদ মুখ্যমন্ত্রীর দফতরের সরকারি আধিকারিকের নামে ভুয়ো প্রোফাইল (Fake Profile) তৈরি করে টাকা চাওয়ার (Money Fraud) অভিযোগ। পাশাপাশি রয়েছে আইএএস আধিকারিকদের (IAS Officer) পরিচিতদের কাছে টাকা চেয়ে অনলাইন অ্যাকাউন্ট (Online Account) খোলার অভিযোগও। শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা (Mathura) থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করল বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ (Bidhan Nagar Cyber Crime Police)। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম বিলাল, বয়স ২১ বছর। এদিকে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ সূত্রে খবর, আইএএস অফিসার (IAS Officer) এবং মুখ্যমন্ত্রীর দফতরের পাবলিক গ্রিভান্স সেলের (Public Grievance Cell) সেক্রেটারি এবং বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিক পি বি সেলিম (P B Selim) অভিযোগ করেন, ছবি ও নাম ব্যবহার করে তাঁর একাধিক বন্ধু মহল থেকে বেআইনি ভাবে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনে সেই টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়েছে।

আর এই খবর কানে আসা মাত্রই দেরি করেননি ওই আধিকারিক। পুরো বিষয়টির কথা বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশকে জানান। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পুরো বিষয়টির তদন্ত (Investigation) শুরু করে। এরপর আইপি অ্যাডড্রেস (IP Adress) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার পর শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলাল নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ।

পুলিশের দাবি, বিলালই (Bilal) এই চক্রান্তের মূল পাণ্ডা। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনার আসল গতিবিধি সম্পর্কে জানা যাবে। পাশাপাশি ওই যুবক আরও কোনও প্রতারণা চক্রে জড়িত কী না? ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version