Thursday, August 21, 2025

এবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা শর্মা, চলছে চিকিৎসা

Date:

সদ্য মেয়েকে হারিয়েছেন তিনি। আর এবার ক্যানসারে আক্রান্ত হলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার(Aindrila Sharma) মা শিখা শর্মা (Sikha Sharma)। ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হন তিনি। সেবার সেরেও উঠেছিলেন। চলছিল নরম্যাল লাইফ। কিন্তু ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার ঠিক আগেই ফের তাঁর ক্যানসার ধরা পড়ে। ঐন্দ্রিলার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৪ বছর পরে আবার তাঁর শরীরে হানা দিয়েছে ক্যানসার। তাঁর কথায়, ”আবার ক্যানসারে আক্রান্ত হয়েছি। কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে।”

গত বছর ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যখন ক্লাস ইলেভেনে পড়েন প্রথমবার তাঁর শরীরে ক্যানসার বাসা বাঁধে। সেই লড়াইয়ে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু শেষবার আর পারেননি। টানা ২০ দিন লড়াই করে হার মেনে নিয়েছিলেন অভিনেত্রী। গত বছর ২০ নভেম্বরে মাত্র ২৪ বছর বয়সেই চিরঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার লড়াই শুরু তাঁর মায়ের।

অন্যদিকে নয়া লুকে সেটে ফিরলেন সব্যসাচী চৌধুরী। বছরের প্রথমেই প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর প্রোমো। ২০ নভেম্বর ২০২২, শেষ নিশ্বাস ত্যাগ করেন সব্যসাচীর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারপর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে কার্যত সরিয়ে ফেলেছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলাকে নিয়ে করা শেষ কিছু পোস্টও মুছে ফেলেছিলেন। প্রসঙ্গত, ‘রামপ্রসাদ’ ধারাবাহিক দিয়েই ফের কাজে ফিরছেন অভিনেতা। ধারাবাহিকে তাঁকে দেখা যাবে রামপ্রসাদের চরিত্রে। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সুস্মিলি আচার্যকে।

আরও পড়ুন- KMDA: কাউন্সিলর অয়নকে সঙ্গে নিয়ে আবাসন সংস্কার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version