Wednesday, November 5, 2025

মমতার ‘দুয়ারে সরকার’-এর সাফল্য, রাষ্ট্রপতির থেকে কেন্দ্রের প্লাটিনাম পুরস্কার নিলেন চন্দ্রিমা

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকারের(Duare Sarkar) প্রকল্প সমাদৃত হয়েছে সারা দেশে। নাগরিকদের কাছে সরকারি পরিষেবা ও সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার অভিনব এই প্রকল্পকে এবার সম্মানিত করলো কেন্দ্রের মোদি সরকার। শনিবার ‘দুয়ারে সরকার প্রকল্প’কে ডিজিটাল ইন্ডিয়া প্লাটিনাম পুরস্কারে ভূষিত করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)।

শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন পশ্চিমবঙ্গের পরিকল্পনা-পরিসংখ্যান রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুরস্কার প্রদানের মহড়ায় গতকাল, শুক্রবার বিজ্ঞান ভবনে অংশ নিয়েছিলেন তিনি।

“পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মস-সেন্ট্রাল মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্টস অ্যান্ড স্টেটস” শীর্ষক এই বিভাগে গোটা দেশের মধ্যে দেওয়া হচ্ছে মাত্র দুটি পুরস্কার। দুয়ারে সরকারের ব্যাপক প্রভাবের জন্য প্ল্যাটিনাম পুরস্কার পাচ্ছে বাংলা। ই-সার্ভিসের জন্য গোল্ড সম্মান পাচ্ছে মণিপুর। গোটা অনুষ্ঠানের আয়োজক মোদি সরকারের তথ্য-প্রযুক্তি মন্ত্রক।

জানা গিয়েছে, শুক্রবার মহড়াতেও অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ”দুয়ারে সরকার” প্রকল্প সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের জানিয়েছেন, কোভিড পর্বে ২০২০ সালে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই প্রকল্প। সেই থেকে এখনও পর্যন্ত পাঁচবার এই দুয়ারে সরকারের শিবির করা হয়েছে। যেখানে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারের ২৭টি প্রকল্পের সুবিধা পেতে ৭ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত সুবিধা পেয়েছেন ৬ কোটি ৯০ লক্ষ মানুষ। সব সরকারি অনুদানই ডিজিটাল। আজ, তারই স্বীকৃতি পেল রাজ্য সরকার।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version