Sunday, November 9, 2025

আতঙ্ক বাড়ছে যোশিমঠে, এবার চিন সীমান্তের পাশে রাস্তাতে ফাটল

Date:

গুরুতর সমস্যার মুখে দেবভূমি। যোশিমঠে(YoshiMath) একের পর এক বাড়িতে ফাটলের জেরে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই সেখানে ৫৬১ টি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। এবার ফাটল দেখা দিল যোশিমঠ-মালারি সড়কেও। ভারত-চিন সীমান্তবর্তী এই সড়কে নানান জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ উচ্চপর্যায়ের বৈঠকের(Meeting) ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

দীর্ঘদিন ধরেই যোশি মঠের নানান জায়গায় দেখা যাচ্ছিল ফাটল। স্থানীয়দের তরফে পুনর্বাসনের দাবি জানানো হলেও সে কথা কানে তোলেনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কিন্তু সম্প্রতি ফাটল ঘিরে আতঙ্ক বাড়তে থাকায় বিপর্যয়ের আশঙ্কায় যোশিমঠ খালি করে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। নৈশাবাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু পরিবারকে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনও হোটেলে থাকা যাবে না বলে পর্যটকদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হচ্ছে চপারও।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে করতে এলাকা পরিদর্শন করেছেন। চামোলি জেলার বহু এলাকা ক্ষতিগ্রস্ত। আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদেরও। মুখ্যমন্ত্রীর কথায়, “সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়েছে।” এমনিতেই উত্তরাখণ্ডের ছোট্ট পাহাড়ি শহর যোশিমঠ ভূমিকম্পপ্রবণ এলাকা। এর মাঝে যেভাবে ফাটল দেখা দিতে শুরু করেছে তাতে সামান্য ভূমিকম্পেই বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সেখানে সবধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version