আসানসোলের কয়লা খাদানে ধস! ভেতরে আটকে ২০-২৫ জন, বাড়ছে উদ্বেগ

কয়লা খাদানে ধসের জেরে ভেতরে আটকে পড়লেন অন্তত ২৫ জন শ্রমিক(Worker)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের(Asansol) এক কয়লা খাদানে। স্থানীয়দের অভিযোগ ভিন্ রাজ্যের শ্রমিক এনে অবৈধ ভাবে কয়লা(Coal) খাদানে ঢুকে কয়লা সরানোর কাজ চলছিল। তখনই ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ এবং সিআইএসএফ(CISF)। কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও সেখানে রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আসানসোলের কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। স্থানীয়দের দাবি, রবিবার ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক জন। অবৈধ ভাবে ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleবাংলার প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Next articleটুইটার হ্যাক করে তথ্য চুরি! বিপাকে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী