Friday, December 26, 2025

সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন প্রজ্ঞা, শাস্তির দাবিতে খোলা চিঠি শতাধিক প্রাক্তন আমলার

Date:

Share post:

নিজের মন্তব্যে লাগাতার সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন বিজেপি সাংসদ(BJP MP) প্রজ্ঞা ঠাকুর(Pragya Thakur)। তাঁর মন্তব্যের জেরে দেশে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। এহেন পরিস্থিতিতে হিন্দুত্ববাদি ওই নেত্রীর শাস্তির দাবিতে একযোগে খোলা চিঠি লিখলেন শতাধিক প্রাক্তন আমলা(Bureaucrats)। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁদের আবেদন এই সাংসদের(Parliament Membar) বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।

সম্প্রতি কর্ণাটকে হিন্দু জাগরণ মঞ্চের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিয়েছিলেন প্রজ্ঞা। তাঁর মন্তব্যে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। এই মন্তব্যের নিন্দা করে, একইসঙ্গে প্রজ্ঞার শাস্তির দাবিতে খোলা চিঠি লিখলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ, প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন-সহ মোট ১০৩ জন প্রাক্তন আমলা। খোলা চিঠিতে তাঁরা বলছেন, প্রজ্ঞার এই মন্তব্য অহিন্দু জাতির মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশে করা। সংসদ দেশের আইন প্রণয়ণ করে। সুতরাং, সংসদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। আইনসভার কোনও সদস্য এভাবে সংবিধান ভঙ্গ করতে পারেন না।

উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকে হিন্দু জাগরণ মঞ্চের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রজ্ঞা বলেন, প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে। কেউ যদি জোর করে কারও ঘরে ঢুকে পড়ে, তবে অনুপ্রবেশকারীকে প্রতিহত করে জবাব দেওয়ার অধিকার নিশ্চিতই আছে সকলের। তাই হিন্দু সম্প্রদায়ের উচিত ঘরে যেন ধারালো অস্ত্র রাখা। নিদেনপক্ষে একটা সবজি কাটার ছুরি যেন থাকে। কেননা কখন কী পরিস্থিতি তৈরি হয় তার ঠিক নেই। অবশ্য প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়, কখনও তিনি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন, আবার কখনও জেহাদি দমনে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দেন। অথচ এখনও পর্যন্ত কোনওরকম শাস্তি ছাড়াই দেশের আইনসভার সদস্য হয়ে বসে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে প্রাক্তন আমলাদের অনুরোধ, প্রজ্ঞার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। নিদেনপক্ষে বিষয়টি সংসদের এথিক্স কমিটিতে পাঠানো হোক।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...