Thursday, November 13, 2025

ফের পারদ পতন ! তাপমাত্রা ১.৯ ডিগ্রি, জাঁকিয়ে শীত রাজধানীতে

Date:

শুধু এই রাজ্যেই নয় দাপুটে শীত রাজধানীতেও (Delhi)। গত কয়েকদিন ধরে ক্রমশ নিম্নমুখী ছিল দিল্লির পারদ (Delhi Temperature)। কিন্তু রবিবার কনকনে ঠাণ্ডায় কাঁপল রাজধানী। আবহাওয়া দফতর বলছে, রবিবার দিল্লির সফদরজঙে (Safdarjung in Delhi)তাপমাত্রা নেমে এসেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। চারিদিকে ঘন কুয়াশার (Fog)জেরে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। যার জেরে সমস্যায় পড়েন দিল্লিবাসী। আরও দিন দুই উত্তর-পশ্চিম ভারতে (North West India)এই প্রবল ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস (IMD)।

রবিবারের ভোরে চারপাশে ঘন কুয়াশা, রাস্তায় কিছুই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। ঠিক এই অভিজ্ঞতা নিয়ে ঘুম ভাঙল রাজধানীর। দিল্লির আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি, লোধি রোডে তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস,পালামে এদিন তাপমাত্রা নেমে আসে ৫.২ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজঙে তাপমাত্রা নামে ১.৯ ডিগ্রিতে। কুয়াশার জেরে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে ২০টি বিমান দেরিতে ছাড়ে। প্রভাব পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থাতেও। ৪২টি ট্রেন (Train) কমপক্ষে ১ থেকে ৫ ঘণ্টা দেরিতে চলেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এখনই পরিস্থিতির পরিবর্তন নয় বলেই হাওয়া অফিস সূত্রে খবর। মঙ্গলবারের পর থেকে উত্তর পশ্চিমের বহু এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে সামান্য বাড়বে। আগামী দুদিন মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানা গিয়েছে। পরবর্তী ৩ দিন হাড়কাঁপানো ঠান্ডা থাকবে মধ্যপ্রদেশজুড়ে। উত্তরাখণ্ড, উত্তর লরাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায়, সিকিম, অসম এবং ত্রিপুরায় আগামী তিনদিন ঘন কুয়াশা থাকবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version