Saturday, November 15, 2025

শিনাকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে, চাঞ্চল্যকর দাবি ইন্দ্রাণীর

Date:

শিনা বোরা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়(Indrani Mukerjea)। তাঁর দাবি, শিনা বোরার(Shina Bora) মৃত্যু হয়নি। সে বেঁচে রয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে(Guhati Airport) দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শিনাকে। গত মাসে সিবিআইকে এই বিষয়ে চিঠি লেখার পর এবার সিবিআই আদালতে(CBI Court) নিজের আর্জি খতিয়ে দেখার আবেদন জানালেন ইন্দ্রাণী। প্রয়োজনে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আবেদন করলেন তিনি।

শিনা বোরা হত্যা মামলায় বর্তমানে জামিয়ে মুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শিনা জীবিত রয়েছে দাবি জানিয়ে ইতিমধ্যেই আদালতে একটি পিটিশন ফাইল করেছেন তিনি। তাঁর দাবিকে সমর্থন জানিয়েছেন ইন্দ্রাণীর আইনজীবীরাও। ইন্দ্রাণীর দাবি, বৃহস্পতিবার সকালে এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বিমানবন্দরে, যাঁকে দেখতে অবিকল শিনার মতোই। ইন্দ্রাণীর আবেদনে সাড়া দিয়ে আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে। বলার অপেক্ষা রাখে না ইন্দ্রাণীর দাবি যদি সত্যি হয় তবে এই মামলা নয়া মোড় নেবে। উল্লেখ্য, এর আগে ইন্দ্রাণী দাবি করেছিলেন তিনি কন্যা শিনাকে কাশ্মীরে দেখেছেন। সেবারও কাশ্মীরে গিয়ে শিনার হদিশ করার জন্য তিনি অনুরোধ করেছিলেন সিবিআইকে।

প্রসঙ্গত, ২০১২ সালে গোটা দেশে সাড়া ফেলেছিল শিনা বোরা হত্যাকাণ্ড। অভিযোগ, সে বছরের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ২৫ বছরের যুবতীকে। শিনা বোরা ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গী সিদ্ধার্থ দাসের মেয়ে। প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে মুম্বই থেকে অনতিদূরে রায়গড়ের নির্জন জঙ্গলে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেন ইন্দ্রাণী। তা না হলে ইন্দ্রাণী অনেক আগেই ধরা পড়ে যেতেন বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version