মর্মান্তিক! ফুটন্ত জলের বালতিতে পড়ে মৃ*ত্যু হল চার বছরের শিশুর। বেঙ্গালুরুর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম গুলনাজ।
জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর স্নানের জন্যে এক বালতি গরম জল করেছিল শিশুটির মা। সেই গরম জলের বালতিতেই পা পিছলে পড়ে যায় গুলনাজ। মেয়ের চিৎকার শুনে বাবা ছুটে এসে সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। গুলনাজের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে অন্য একটি হাসপাতালে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুনঃ ফের পারদ পতন ! তাপমাত্রা ১.৯ ডিগ্রি, জাঁকিয়ে শীত রাজধানীতে
চার দিন হাসপাতালে লড়াই চালিয়ে অবশেষে বুধবার মৃত্যু হয় শিশুটির। একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।