কার্নিভালে মতলো টাকী বয়েজ স্কুলের প্রাক্তনীরা। ‘কার্নিভাল ২০২৩ ‘ এর আয়োজক টাকি বয়েজ অ্যালুমনি এসোসিয়েশন কলকাতা । রবিবারের এই কার্নিভালে স্কুলের চৌহদ্দির মধ্যে আয়োজন করা হয়েছে হস্তশিল্প মেলা, খাদ্য মেলা, বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শীতের আমেজ গায়ে মেখে সহজেই এখানে পাওয়া যাচ্ছে পুলি পিঠের স্বাদ। হাতেনাতে তৈরি করে দেওয়া হচ্ছে পিঠে, পাটিসাপটা। যার গন্ধ ও স্বাদ এই কার্নিভালকে অন্য মাত্রা দিয়েছে। এবারের কার্নিভালে বিভিন্ন পেশায় যুক্ত স্কুলের প্রাক্তনীরা যেমন উপস্থিত ছিলেন, হাজির ছিলেন স্কুলের প্রাক্তনী বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ, টি ব্যাকের প্রথম কার্যকরী সভাপতি প্রদীপ শীল , একেনবাবু খ্যাত বিশিষ্ট অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, বিশিষ্ট প্রাক্তনী চিকিৎসক অশোক রায় , স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা মল্লিক বসাক, টি ব্যাকের সম্পাদক পার্থসারথি সাহা সহ বিশিষ্টরা। বলা যেতে পারে এই কার্নিভালকে ঘিরে স্কুলে বসেছিল চাঁদের হাট।
আজকের ছাত্রদের মধ্যে বই পড়ার অভ্যেসকে বাড়িয়ে তুলতে এখানে চলছে বইমেলা। টি ব্যাকের এই উদ্যোগ শুধুমাত্র প্রতিবছর একসঙ্গে আনন্দ করার জন্য নয়, প্রাক্তনীদের সংগঠন যে আরও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, সারা বছর ধরে এটি করে দেখায় এই সংগঠন। এমনই মন্তব্য করলেন স্কুলের প্রাক্তনী কুণাল ঘোষ।
স্কুলেরই আরেক প্রাক্তনী সায়নজিৎ ভৌমিক বলেন, আমরা শুধুমাত্র প্রাক্তনীদের একটি সংগঠন হয়ে থাকতে চাই না। স্কুলের উন্নয়নের জন্য যেমন আমরা এগিয়ে আসি, তেমনি কোনও ছাত্র যদি সমস্যায় পড়ে তার পাশে দাঁড়াতে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় টি ব্যাক।
টি ব্যাকের সম্পাদক পার্থসারথি সাহা বলেন, প্রত্যেক বছর যেভাবে প্রাক্তনীরা এই সংগঠনকে আরও মজবুত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাতে আমরা অভিভূত। আমরা চাই আমাদের দেখানো পথে অন্যান্য প্রাক্তনী সংগঠন যাতে হাঁটে ।
এদিনের অনুষ্ঠানে খাদ্যমেলা , বইমেলা, হস্তশিল্প মেলার পাশাপাশি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে টি ব্যাকের কার্নিভাল ২০২৩ ছিল জমজমাট।
