Sunday, December 7, 2025

বিরোধী দলনেতা নন, উনি অভিষেক বিরোধী নেতা: শুভেন্দুর অভিযোগের পাল্টা কুণাল

Date:

Share post:

‘তারিখ পে তারিখ’ দিয়ে বার বার ব্যর্থ হলেও ‘বিস্ফোরক’ অভিযোগ তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। অতীতের মতো এবারও নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) আক্রমণ শানালেন অধিকারী বাড়ির ‘মেজকর্তা’। এবার তাঁর ‘বিস্ফোরক’ অভিযোগ, নোটবন্দির সময় ১ হাজার কোটি টাকা নোট বদল করেছেন অভিষেক। যদিও শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে তথ্য প্রমাণ প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, নোটবন্দির পর বিপুল পরিমাণ টাকা বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দাবি, বিভিন্ন থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে বস্তা বস্তা টাকা বদল করা হয়েছে। অনুব্রত ১০০ কোটি বদল করলে অভিষেক ১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, ১ হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। কাকে কাকে এজেন্ট করে অভিষেকের পিএ নোট বদল করেছেন, তার তালিকা আছে। যদিও সেই তালিকা প্রকাশ্যে আনতে পারেননি শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু বিরোধী দলনেতা নন, উনি অভিষেকের বিরোধী নেতা। ওনার শয়নে-স্বপনে শুধুই অভিষেক আর অভিষেক।” এর পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগের জবাব দিয়ে কুণাল বলেন, “শুভেন্দু যে নোটবন্দির কথা বলছেন, তথাকথিত ‘বিস্ফোরক’ মন্তব্য করছেন। উনি মাঝে মাঝেই এমন তথাকথিত বিস্ফোরক, চাঞ্চল্যকর মন্তব্য করেন। তা উনি যা বলছেন তাঁর প্রমাণ দিন না। কেন্দ্রীয় এজেন্সির কাছে তথ্য প্রমাণ দিন। জনসাধারণের সামনে তথ্য প্রমাণ নিয়ে আসুন। অভিষেক তো বলেই রেখেছে নিজের বিরুদ্ধে একটাও দুর্নীতি প্রমাণিত হলে উনি কী করবেন।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “দ্বিতীয় বিষয় হল উনি যে সময়ের কথা বলছেন তখন তো উনি মন্ত্রী। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। উনি ওনার পরিবারের সকলে। তাহলে ক্ষমতায় থাকাকালীন তখন কেন এর প্রতিবাদ করেননি।”

spot_img

Related articles

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক...

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের...

ছন্দে ফিরেই ঈশ্বরের দরবারে কোহলি, আবার কবে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পরেই দিনই ঈশ্বর দর্শনে বিরাট কোহলি(Virat Kohli)। রবিবারবিশাখাপত্তনমের  সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ...

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti...