Wednesday, May 14, 2025

বিরোধী দলনেতা নন, উনি অভিষেক বিরোধী নেতা: শুভেন্দুর অভিযোগের পাল্টা কুণাল

Date:

‘তারিখ পে তারিখ’ দিয়ে বার বার ব্যর্থ হলেও ‘বিস্ফোরক’ অভিযোগ তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। অতীতের মতো এবারও নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) আক্রমণ শানালেন অধিকারী বাড়ির ‘মেজকর্তা’। এবার তাঁর ‘বিস্ফোরক’ অভিযোগ, নোটবন্দির সময় à§§ হাজার কোটি টাকা নোট বদল করেছেন অভিষেক। যদিও শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে তথ্য প্রমাণ প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, নোটবন্দির পর বিপুল পরিমাণ টাকা বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দাবি, বিভিন্ন থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে বস্তা বস্তা টাকা বদল করা হয়েছে। অনুব্রত ১০০ কোটি বদল করলে অভিষেক ১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, ১ হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। কাকে কাকে এজেন্ট করে অভিষেকের পিএ নোট বদল করেছেন, তার তালিকা আছে। যদিও সেই তালিকা প্রকাশ্যে আনতে পারেননি শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু বিরোধী দলনেতা নন, উনি অভিষেকের বিরোধী নেতা। ওনার শয়নে-স্বপনে শুধুই অভিষেক আর অভিষেক।” এর পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগের জবাব দিয়ে কুণাল বলেন, “শুভেন্দু যে নোটবন্দির কথা বলছেন, তথাকথিত ‘বিস্ফোরক’ মন্তব্য করছেন। উনি মাঝে মাঝেই এমন তথাকথিত বিস্ফোরক, চাঞ্চল্যকর মন্তব্য করেন। তা উনি যা বলছেন তাঁর প্রমাণ দিন না। কেন্দ্রীয় এজেন্সির কাছে তথ্য প্রমাণ দিন। জনসাধারণের সামনে তথ্য প্রমাণ নিয়ে আসুন। অভিষেক তো বলেই রেখেছে নিজের বিরুদ্ধে একটাও দুর্নীতি প্রমাণিত হলে উনি কী করবেন।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “দ্বিতীয় বিষয় হল উনি যে সময়ের কথা বলছেন তখন তো উনি মন্ত্রী। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। উনি ওনার পরিবারের সকলে। তাহলে ক্ষমতায় থাকাকালীন তখন কেন এর প্রতিবাদ করেননি।”

Related articles

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...
Exit mobile version