Thursday, November 6, 2025

বিরোধী দলনেতা নন, উনি অভিষেক বিরোধী নেতা: শুভেন্দুর অভিযোগের পাল্টা কুণাল

Date:

‘তারিখ পে তারিখ’ দিয়ে বার বার ব্যর্থ হলেও ‘বিস্ফোরক’ অভিযোগ তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। অতীতের মতো এবারও নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) আক্রমণ শানালেন অধিকারী বাড়ির ‘মেজকর্তা’। এবার তাঁর ‘বিস্ফোরক’ অভিযোগ, নোটবন্দির সময় ১ হাজার কোটি টাকা নোট বদল করেছেন অভিষেক। যদিও শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে তথ্য প্রমাণ প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, নোটবন্দির পর বিপুল পরিমাণ টাকা বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দাবি, বিভিন্ন থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে বস্তা বস্তা টাকা বদল করা হয়েছে। অনুব্রত ১০০ কোটি বদল করলে অভিষেক ১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, ১ হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। কাকে কাকে এজেন্ট করে অভিষেকের পিএ নোট বদল করেছেন, তার তালিকা আছে। যদিও সেই তালিকা প্রকাশ্যে আনতে পারেননি শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু বিরোধী দলনেতা নন, উনি অভিষেকের বিরোধী নেতা। ওনার শয়নে-স্বপনে শুধুই অভিষেক আর অভিষেক।” এর পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগের জবাব দিয়ে কুণাল বলেন, “শুভেন্দু যে নোটবন্দির কথা বলছেন, তথাকথিত ‘বিস্ফোরক’ মন্তব্য করছেন। উনি মাঝে মাঝেই এমন তথাকথিত বিস্ফোরক, চাঞ্চল্যকর মন্তব্য করেন। তা উনি যা বলছেন তাঁর প্রমাণ দিন না। কেন্দ্রীয় এজেন্সির কাছে তথ্য প্রমাণ দিন। জনসাধারণের সামনে তথ্য প্রমাণ নিয়ে আসুন। অভিষেক তো বলেই রেখেছে নিজের বিরুদ্ধে একটাও দুর্নীতি প্রমাণিত হলে উনি কী করবেন।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “দ্বিতীয় বিষয় হল উনি যে সময়ের কথা বলছেন তখন তো উনি মন্ত্রী। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। উনি ওনার পরিবারের সকলে। তাহলে ক্ষমতায় থাকাকালীন তখন কেন এর প্রতিবাদ করেননি।”

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version