Thursday, November 13, 2025

হাই কোর্টে বার বার তদন্তের গতি নিয়ে প্রশ্নের মুখে সিবিআই, বৈঠকে আধিকারিকরা

Date:

Share post:

রাজ্যে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কী? এই নিয়ে একাধিকবার হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। তাই বছরের শুরুতেই তদন্তের গতি বাড়াতে রিভিউ বৈঠকে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেসে বৈঠকে বসছেন দুর্নীতি দমন শাখার জয়েন্ট ডিরেক্টর। সূত্রের খবর, বৈঠকে থাকবেন নিয়োগ দুর্নীতির ৫ মামলার তদন্তকারী অফিসার ও সহকারি অফিসাররা। থাকবেন ডিআইজি এসআইটি অশ্বিন সানভি, কয়লাপাচার ও গরুপাচার মামলার তদন্তকারী অফিসার, সমবায় দুর্নীতির তদন্তকারী অফিসার-সহকারী তদন্তকারী অফিসার ও মনিটরিং অফিসাররা।রিভিউ মিটিংয়ের সকল তথ্য জানানো হবে দিল্লির সদর দফতরে।

আরও পড়ুন:“চাকরি হয়ে যাবে”, টেট পরীক্ষার্থীর কাছে ‘পর্ষদ”র ফোন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। মূলত তদন্তের গতি বাড়ানোর জন্যই এই মিটিং ডাকা হয়েছে। এই বৈঠকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে পাঁচটি মামলা রয়েছে, সেগুলির তদন্ত কতটা এগোল, তা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, সমবায় দুর্নীতি, গরু ও কয়লা পাচারের তদন্তকারী অফিসারাও থাকবেন। এই তদন্তগুলির গতি কতটা এগোল, তা জানতে চাইবেন সিবিআই কর্তা। বৈঠকে থাকবেন হাইকোর্ট নিযুক্ত ডিআইজি সিট অসীম তনভি। তদন্তপ্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কীভাবে তদন্তের গতি বাড়ানো যায়, কোনও আইনি জট রয়েছে কিনা, সে বিষয়ে জয়েন্ট ডিরেক্টর আলোচনা করবেন। প্রয়োজনে তদন্তকারী অফিসারদের কিছু নির্দেশও দিতে পারেন।


প্রত্যেকটি তদন্তের ক্ষেত্রে সিবিআই-এর সহকারি তদন্তকারী অফিসার, মনিটারিং অফিসার থাকেন। তাঁদেরকেও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতে পারেন সিবিআই কর্তা।  গরু ও কয়লা পাচার মামলার ক্ষেত্রে সিবিআই প্রথম তদন্ত শুরু করে, পরে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলা যোগ হয়। এই তালিকায় নবতম সংযোজন সমবায় দুর্নীতি। বেশ কিছুটা সময় ধরেই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত করে চলেছে সিবিআই। কিন্তু গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখেও পড়েন সিবিআই আধিকারিকরা। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি জয়মাল্য বাগচী একাধিক ইস্যুতে সিবিআই-এর আইনজীবীকে তদন্তের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছেন, আর কতদিন তদন্ত চলবে বলেও জানতে চেয়েছেন। এবার সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়েই আলোচনা করবেন সিবিআই শীর্ষ কর্তা।

 

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...