Thursday, December 18, 2025

হাই কোর্টে বার বার তদন্তের গতি নিয়ে প্রশ্নের মুখে সিবিআই, বৈঠকে আধিকারিকরা

Date:

Share post:

রাজ্যে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কী? এই নিয়ে একাধিকবার হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। তাই বছরের শুরুতেই তদন্তের গতি বাড়াতে রিভিউ বৈঠকে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেসে বৈঠকে বসছেন দুর্নীতি দমন শাখার জয়েন্ট ডিরেক্টর। সূত্রের খবর, বৈঠকে থাকবেন নিয়োগ দুর্নীতির ৫ মামলার তদন্তকারী অফিসার ও সহকারি অফিসাররা। থাকবেন ডিআইজি এসআইটি অশ্বিন সানভি, কয়লাপাচার ও গরুপাচার মামলার তদন্তকারী অফিসার, সমবায় দুর্নীতির তদন্তকারী অফিসার-সহকারী তদন্তকারী অফিসার ও মনিটরিং অফিসাররা।রিভিউ মিটিংয়ের সকল তথ্য জানানো হবে দিল্লির সদর দফতরে।

আরও পড়ুন:“চাকরি হয়ে যাবে”, টেট পরীক্ষার্থীর কাছে ‘পর্ষদ”র ফোন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। মূলত তদন্তের গতি বাড়ানোর জন্যই এই মিটিং ডাকা হয়েছে। এই বৈঠকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে পাঁচটি মামলা রয়েছে, সেগুলির তদন্ত কতটা এগোল, তা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, সমবায় দুর্নীতি, গরু ও কয়লা পাচারের তদন্তকারী অফিসারাও থাকবেন। এই তদন্তগুলির গতি কতটা এগোল, তা জানতে চাইবেন সিবিআই কর্তা। বৈঠকে থাকবেন হাইকোর্ট নিযুক্ত ডিআইজি সিট অসীম তনভি। তদন্তপ্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কীভাবে তদন্তের গতি বাড়ানো যায়, কোনও আইনি জট রয়েছে কিনা, সে বিষয়ে জয়েন্ট ডিরেক্টর আলোচনা করবেন। প্রয়োজনে তদন্তকারী অফিসারদের কিছু নির্দেশও দিতে পারেন।


প্রত্যেকটি তদন্তের ক্ষেত্রে সিবিআই-এর সহকারি তদন্তকারী অফিসার, মনিটারিং অফিসার থাকেন। তাঁদেরকেও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতে পারেন সিবিআই কর্তা।  গরু ও কয়লা পাচার মামলার ক্ষেত্রে সিবিআই প্রথম তদন্ত শুরু করে, পরে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলা যোগ হয়। এই তালিকায় নবতম সংযোজন সমবায় দুর্নীতি। বেশ কিছুটা সময় ধরেই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত করে চলেছে সিবিআই। কিন্তু গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখেও পড়েন সিবিআই আধিকারিকরা। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি জয়মাল্য বাগচী একাধিক ইস্যুতে সিবিআই-এর আইনজীবীকে তদন্তের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছেন, আর কতদিন তদন্ত চলবে বলেও জানতে চেয়েছেন। এবার সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়েই আলোচনা করবেন সিবিআই শীর্ষ কর্তা।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...