শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে সুযোগ পেয়েও ফের ছিটকে গেলন যশপ্রীত বুমরাহ। এমনটাই খবর এই সর্বভারতীয় সংবাদ সংস্থার। সেই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফিটনেস সংক্রান্ত কারণেই নাকি তাঁকে দলের বাইরে রাখা হয়েছে বুমরাহকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন কিছু ঘোষণা করেনি বিসিসিআই।

রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই বুমরাহকে নিয়ে এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চায় না। কারণ শীঘ্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজে বুমরাহ অত্যন্ত প্রয়োজনীয় একজন ক্রিকেটার হতে চলেছেন। আর সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও বিসিসিআই এর তরফে এখনও পর্যন্ত বুমরাহকে নিয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, বুমরাহকে নিউজিল্যান্ড সিরিজে দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি একদিনের এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। সিরিজটি ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে।
