কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ*তের সংখ্যা বেড়ে ২, আহত অন্তত ৪০

পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হল আহত আরও এক জনের। মৃত ওই বাস যাত্রী বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। মৃতের নাম তরুণ দাস। মৃতের সংখ্যা দাঁড়াল ২।

আরও পড়ুন:ঘন কুয়াশার জেরে মর্মা*ন্তিক দুর্ঘটনা! দার্জিলিং যাওয়ার পথে মৃ*ত নদিয়ার ২ পর্যটক

রবিবার দুপুর তখন, ৩টে ২৫।বেপরোয়ো গতিতে ছুটতে থাকা একটি যাত্রীবোঝাই বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দুর্ঘটনার ছবি। সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল যাত্রীবোঝাই বাসটি। এমনকী প্রচন্ড ঠান্ডার মধ্যে বহু যাত্রী বাসের মাথাতেও চেপে পড়েছিলেন। এদিকে আচমকাই বাসটি বেঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসের মাথায় যারা বসেছিলেন তারাও ছিটকে পড়েন। কয়েকজন বাসের নীচে চাপা পড়ে যান। অনেকেরই মাথা ফেটে গিয়েছে। হাত পা ভেঙে গিয়েছে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২জন হয়। কমপক্ষে ৪০ জন জখম হন।

জানা গিয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম- কাটোয়া রোডে নগর মোড়ে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। প্রচন্ডে শব্দে উল্টে যায় বাসটি। কিছু বোঝার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। অনেকে বাসের জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। এরপর কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। বাসের নীচে যারা আটকে পড়েছিলেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ছাদ থেকে কয়েকজন একবারে ছিটকে পড়েন রাস্তায়। একে একে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

Previous articleপ্রয়াত শিল্পী সনৎ কর, শোকস্তব্ধ শিল্পীমহল
Next articleউত্তাল হাইকোর্ট, বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট আইনজীবীদের, বাড়ির পাশে পোস্টার!