Tuesday, November 18, 2025

টি-২০ ফর্ম‍্যাট এখনই ছাড়ছেন না রোহিত, জানালেন স্বয়ং নিজেই

Date:

টি-২০ ফর্ম‍্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়ে এখনও কোন কামাল দেখাতে পারেননি রোহিত শর্মা। বিশেষ করে টি-২০ বিশ্বকাপে ভারতের ব‍্যর্থতার পর রোহিতের ছোট ফর্ম‍্যাটে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহলের একাংশ। তাই ভারতীয় বোর্ড রোহিতের জায়গায় টি-২০ ম‍্যাচে নেতৃত্ব দিচ্ছে হার্দিক পান্ডিয়ার হাতে। আর তাতে কার্যত সফল হার্দিক। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি হার্দিকই যোগ্য চোট ফর্ম‍্যাটের জন‍্য। হার্দিকের অধিনায়কত্বে সিরিজও জিতেছে ভারত। তবে কি এবার ভারতীয় অধিনায়কের পদে কি যবনিকা নেমে আসছে রোহিত শর্মার? আর এবার এই নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। বললেন, এই ফরম্যাট এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছি না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত বলেন,” আমাদের মোট ছয়টা টি-২০ রয়েছে। যার মধ্যে তিনটে হয়ে গিয়েছে। আইপিএলে ছেলেরা কেমন করে দেখতে হবে। আইপিএলের পরই সব ঠিক করা হবে। তবে এই ফর্ম‍্যাট এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছি না। আমাদের কাছে এটা একদিনের বিশ্বকাপের বছর। তাই আমাদের অনেকের পক্ষেই সব ফর্ম‍্যাটে খেলা সম্ভব হবে না। সূচিটা দেখলেই বুঝবেন, পরপর ম্যাচ। তাই চাপ কমাতে সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমিও সেই তালিকাতেই পড়েছি।”

সূত্রের খবর, ১ জানুয়ারি দলের পারফরম্যান্স নিয়ে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। ডাকা হয়েছিল কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকেও। ২০২২ সালে টি-২০ ফরম্যাটে ভারতের ব্যর্থতার জেরে রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কার্যত পাকাই করে ফেলা হয়েছিল। সেই বৈঠকেই ঠিক হয়, একদিনের ক্রিকেট ও টেস্টে আপাতত অধিনায়ক রোহিত।

Related articles

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...

সুজনের প্রতি সৌজন্য, গিলের বিকল্প নিয়ে ভাবনা শুরু গম্ভীরের

ইডেন থেকেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত।  সোমবার বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ইডেনে অনুশীলন শুরু করে দিল...

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala...

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল...
Exit mobile version