Monday, May 5, 2025

অস্কার জয়ের লক্ষ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’, বিতর্ক সঙ্গী করেই ছবি শর্টলিস্ট !

Date:

বলিউডের জন্য বিরাট সুখবর। ফের অস্কার জয়ের লড়াই শুরু, আর তাতেই নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’- এর। পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া পেজে পরিচালক জানান “দ্য কাশ্মীর ফাইলস ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Academy Awards 2023) ফার্স্ট লিস্টে জায়গা করে নিয়েছে। ভারত থেকে বাছাই করা পাঁচটি ছবির মধ্যে রয়েছে এই সিনেমা (The Kashmir Files)। সতীর্থদের অভিনন্দন জানাই। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গর্বের বছর এটি।”

‘দ্য কাশ্মীর ফাইলস’ নামটা উচ্চারণ করলেই বিতর্কের কথাই সবার আগে মনে আসে। ভারতের রাষ্ট্র ক্ষমতা যা করতে পারেনি সেটাই করে দেখিয়েছে বিবেক অগ্নিহোত্রির (Vivek Agnihotri) সিনেমা। সুপ্রিম কোর্ট পর্যন্ত ইতিহাসের যে অধ্যায়ের ওপর কোনও মন্তব্যে বা রায়দানে নারাজ সেই সবটা জনসমুক্ষে তুলে আনতে পেরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তারজন্য কম ঝক্কি সামলাতে হয় নি, পেতে হয়েছিল খুনের হুমকি! তাই আজকের এই সাফল্যে সব থেকে বেশি খুশি তিনি। গত বছর মার্চ মাসে মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। যা মুক্তি পাওয়ার পরেই শোরগোল শুরু হয় সোশাল মিডিয়ায়। গত বছর গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয় এই ছবি (The Kashmir Files)। পরে দেখা যায় এই নিয়ে সমালোচনা করলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। তিনি বলেছিলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি আসলে প্রপাগান্ডা। ছবিটি কুরুচিসম্পন্ন। তাঁর ওই মন্তব্যের পর ফের শোরগোল শুরু হয়েছিল দেশে। ভারতের অন্দরেই সিনেমাটি নিয়ে ব্যপক বিরোধিতা দেখা যায়। বাইরের দেশের বিভিন্ন টুলকিটও সক্রিয় হয় সিনেমাটি নিয়ে অপপ্রচার করার জন্য। কিন্তু তাদের প্রত্যেককে কড়া জবাব দিয়ে বক্স অফিসে সুপারহিট হয় সিনেমাটি। ১৯৯০ সালে কাশ্মীর নিবাসী পণ্ডিতদের গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমাটি তৈরি হয়েছে।চলতি বছরের ২৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে অস্কার। ২৪ জানুয়ারি মুক্তি পাবে পুরস্কারের মনোনয়নের তালিকা। তার আগে যে যে ছবি মনোনয়ন পাওয়ার যোগ্য, তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করল অ্যাকাডেমি। ৩০১টি ছবির সেই তালিকায় জায়গা পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। একই তালিকায় রয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’, সঞ্জয় লীলা ভন্সালীর ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ঋষভ শেট্টির ‘কান্তারা’ ও প্যান নলিনের ছবি ‘চেলো শো’।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version