Wednesday, August 20, 2025

ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিয়ে দুশ্চিন্তা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার। স্কুল বাস ও পুলকার নিয়ন্ত্রণের জন্য একটি অ্যাপ  আনতে চলেছে পরিবহণ দফতর। সোমবার একথা জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁর কথায়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে অ্যাপটির ব্যবহার করলে অভিভাবকরা সন্তানদের গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। এই নয়া অ্যাপে স্কুল বাস বা পুলকারের গতিবিধি সম্পর্কে সচেতন হওয়া যাবে। পাশাপাশি, যাত্রাপথে স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে মত পরিবহণ দফতরের।

বেসরকারি স্কুলের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে এই অ্যাপ। অ্যান্ড্রয়েড, অ্যাপেলের মোবাইল ফোন থেকে এই অ্যাপটি ডাউনলোডের সুবিধা মিলবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিভাবকরা।

পরিবহণ দফতরের এক কর্তার কথায়, জানিয়েছেন, জোর কদমে চলছে অ্যাপ তৈরির কাজ। দ্রুত এই পরিষেবা চালু করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, মাস খানেকের মধ্যে এই অ্যাপটি চালু করা হতে পারে বলেই খবর।বিভিন্ন সময় পুলকার ও স্কুলবাস নিয়ে প্রচুর অভিযোগ আসে পরিবহণ দফতরের কাছে। তার পর থেকে এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিল পরিবহণ দফতর। ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের চালু বিষয়ে সিদ্ধান্তের পর এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়। তার পরই পুলকার ও স্কুলগাড়ির জন্য অ্যাপ আনার সিদ্ধান্ত হয়।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version