Thursday, November 6, 2025

লাইনে ফাটল, লাল জ্যাকেট দেখিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

Date:

একদল যুবকের তৎপরতায় লাল জ্যাকেটের দৌলতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল লোকাল ট্রেন! ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারে। সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার এবং গুরুদাসনগরের মাঝে লালবাটি রেলগেটের কাছে লাইনে ফাটল ছিল। একদল যুবক তা দেখতে পায়। দলের একজনের লাল জ্যাকেট খুলে ট্রেন দেখে নাড়তে থাকে। অপর একজন ছুটে যায় স্টেশন মাস্টারের কাছে। লাইনের ফাটলের কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। শুরু হয় ফাটল মেরামতির কাজ।

আরও পড়ুন:Black Diamond Express: লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
এলাকার যুবকদের তৎপরতায় রেললাইনে ফাটলের খবর পায় রেলকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রেলকর্মী এবং রেলপুলিশ। তাঁরা এসে লাইন সারাইয়ের কাজ শুরু করেন। এর জেরে ঘণ্টা-খানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। যার জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। ফাটল সারাইয়ের কাজ শেষ হলে ফের শুরু হয় ট্রেন চলাচল।

এলাকার যুবকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। সে জন্য ওই যুবকদের ধন্যবাদও জানানো হয়েছে রেলের তরফে।


এই প্রসঙ্গে মানোয়ার হালদার নামে এক যুবক বলেন, ‘আমরা ফুটবল খেলে ফিরছিলাম সংগ্রামপুর থেকে। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় দেখি রেললাইন ভাঙা। এতে যে বিপদ ঘটতে পারে তা বুঝতে পারছিলাম। কোনও উপায় না দেখে, এক বন্ধুর লাল রঙের জ্যাকেট খুলে পতাকার মতো ওড়াতে শুরু করলাম। আমরা দলে মোট ৯ জন ছিলাম। আমাদের এক বন্ধুকে বললাম, স্টেশনে পৌঁছে রেললাইন ভাঙার খবর জানাতে। আমাদের লাল জ্যাকেট ওড়ানো সঙ্কেত দেখে চালক ট্রেন থামিয়ে দেন। স্টেশন মাস্টার-সহ অন্যরাও আসেন এখানে। না হলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version