গুরুগ্রামে ফের ভয়ঙ্কর অ*গ্নিকাণ্ড, এবার পুড়ে ছাই কমপক্ষে ৫০টি ঝুপড়ি

আজ বুধবার সকালে গুরুগ্রামের সেক্টর ৬৬-এর একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন

তিনদিনের ব্যবধানে দু,বার! হরিয়ানার গুরুগ্রামে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সোমবারের পর ফের আজ বুধবারও আগুন লাগার ঘটনা ঘটল। পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ৫০টি ঝুপড়ি। জানা গিয়েছে, আজ বুধবার সকালে গুরুগ্রামের সেক্টর ৬৬-এর একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ৫০টিরও বেশি ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গত সোমবার সেক্টর ৪৯-এর একটি বস্তি এলাকায় আগুন লাগে। সেদিনও আগুনে ভস্মীভূত হয়ে যায় ২০০টির বেশি ঝুপড়ি। এখনও পর্যন্ত এদিনের এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। তবে গুরুগ্রামে পরপর দুটি বস্তিতে কিভাবে এত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে চিন্তায় প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Previous articleবিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এবার বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল !
Next article‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি  নিয়ে হুগলিতে জনসংযোগ শুরু দলীয় নেতা কর্মীদের