বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এবার বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল !

উচ্চশিক্ষা দফতর আগেই আইন সংশোধন করেছিল যে উপাচার্যদের সঙ্গে কোনও কথা বলতে গেলে উচ্চশিক্ষা দফতর মারফত রাজভবনকে বলতে হবে। নিয়ম মেনে এবারের বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্যদের (VC) সঙ্গে বসতে চান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। গত কয়েকদিন ধরেই উপাচার্যরা নানা সময় নানা মন্তব্য করেছেন যার জেরে উত্তপ্ত হয়েছে শিক্ষাঙ্গন। এবার তাদের সকলের সঙ্গে কথা বলবেন স্বয়ং রাজ্যপাল (Governor)। রাজভবনে (Rajbhawan) আগামী ১৭ জানুয়ারি এই মিটিং হবে বলে জানা গেছে।

এবার উচ্চশিক্ষা দফতরের আইন মেনেই উচ্চশিক্ষা দফতর মারফত উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিবও। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেল করে সব উপাচার্যদের এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়েছে। উচ্চশিক্ষা দফতর আগেই আইন সংশোধন করেছিল যে উপাচার্যদের সঙ্গে কোনও কথা বলতে গেলে উচ্চশিক্ষা দফতর মারফত রাজভবনকে বলতে হবে। নিয়ম মেনে এবারের বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।

Previous articleবন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওড়াল রেল! অবিলম্বে ‘রাজনীতি’ বন্ধের অনুরোধ ব্রাত্যর
Next articleগুরুগ্রামে ফের ভয়ঙ্কর অ*গ্নিকাণ্ড, এবার পুড়ে ছাই কমপক্ষে ৫০টি ঝুপড়ি