Sunday, November 16, 2025

প্রতিহিংসার রাজনীতি! শুভেন্দুর হুঁশিয়ারির পরই তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি আয়কর হানা

Date:

সিবিআই-ইডির পর এবার আয়কর দফতরও(Income Tax Department) পরিচালিত হচ্ছে বিজেপি দ্বারা! বুধবার আয়কর দফতরের পদক্ষেপে সেই সম্ভাবনারই ইঙ্গিত দিল। দুদিন আগে তৃণমূল বিধায়ক(TMC MLA) তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের(Jakir Nayek) নাম করে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। এর ঠিক পর জাকিরের বাড়িতে অভিযান চালালো আয়কর দফতর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার সকালে রাজ্যের শ্রম দপ্তরে প্রাক্তন প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায় আয়কর আধিকারিকরা। এর পাশাপাশি সামশেরগঞ্জ থানার গোবিন্দপুরে আনন্দ বিড়ি ফ্যাক্টরিতে এবং ধুলিয়ান পুরসভার খরবোনা এলাকাতে বিজলি বিড়ি ফ্যাক্টরিতেও চলে অভিযান। সকাল ১০ টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা ছটি গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হন জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়িতে। যদিও সেই সময় বাড়িতেই ছিলেন না জাকির। যে বাড়িতে আয়কর হানা দিয়েছে সেখানে জাকির হোসেন তার স্ত্রী , পুত্র,কন্যা এবং পরিবারের অন্য কয়েকজন সদস্যদেরকে নিয়ে থাকেন। আয়কর দফতর সূত্রে খবর, জাকির হোসেনের একাধিক ব্যবসা রয়েছে। সেই ব্যবসা থেকে ঠিকমত আয়কর প্রদান করা হয়নি।

তবে এই ঘটনায় পুরোপুরি রাজনৈতিক যোগ দেখছে তৃণমূল। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাই চন্দ্র মন্ডল বলেন, “দু’দিন আগে জেলাতে এসে রাজ্যের বিরোধী দলনেতা কয়েকজন নেতার নাম করে হুমকি দিয়েছিলেন। তারপর আজকের এই অভিযান। কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে তৃণমূল নেতা এবং আমাদের সরকারকে বিব্রত করতে চাইছে। আমাদের বিশ্বাস জাকির হোসেনের বাড়ি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা কিছুই পাবেন না।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version