Sunday, August 24, 2025

রামের নৌকায় বামের পাল! হুগলিতে বিজেপির বিক্ষোভে ফের ঝান্ডা হাতে সামিল সিপিএম

Date:

ফের বিজেপির (BJP) মিছিলে (Rally) দেখা গেল সিপিএমের (CPIM) পতাকা (Flag)। এবারও ঘটনাস্থল হুগলি। বুধবার হুগলির সুগন্ধায় (Hoogly Sugandha) পঞ্চায়েত অফিসের (Panchayat Office) সামনে বিজেপির ডেপুটেশনে (BJP Deputation) দেখা গেল সিপিএমের লাল ঝাণ্ডা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, তা নিয়ে বুধবার রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। বিজেপির দাবি, সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপির বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলেছে সিপিএম।

বুধবার আবাস যোজনা (Awas Yojna) এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সুগন্ধা পঞ্চায়েতে মিছিল করে স্মারকলিপি (Deputation) জমা দিতে যান বিজেপির নেতাকর্মীরা। সেই মিছিলে সিপিএমের পতাকা হাতে নিয়ে হাঁটতে দেখা যায় বেশ কয়েকজনকে। কিছুদিন আগেই হুগলির হারিট পঞ্চায়েতে বিজেপির বিজেপি কর্মীদের হাতে লাল পতাকা দেখা গিয়েছিল। আর এদিনও সেই একই চিত্র দেখা গেল হুগলিতে। সুগন্ধা পঞ্চায়েত অফিসের সামনে বিজেপি কর্মীদের ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে দেখা মিলল লাল ঝান্ডা। এক সিপিএম সমর্থকের কথায়, ৩৫ বছর ধরে সিপিএম করেও কিছুই পাইনি। তাই বিজেপির মিছিলে এসেছি। কিন্তু হাতে কেন সিপিএমের পতাকা তার উত্তর তিনি দেননি।

এর আগেও হারিটে সিপিএম পতাকা নিয়ে বিজেপি মিছিল প্রসঙ্গে সিপিএমের অভিযোগ ছিল, এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। সিপিএম নেতাদের অভিযোগ, রাস্তা থেকে লাল ঝান্ডা নিয়ে বিজেপি মিছিল করেছে। সেখানে তাঁদের কোনও কর্মীই ছিলেন না। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি ও সিপিএমের আঁতাত প্রকাশ্যে চলে এসেছে। যতই তারা এই বিষয়টি অস্বীকার করুন না কেন নিজেদের হারানো জমি ফিরে পেতে সিপিএম যে বিজেপির হাত ধরেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। বুধবারের ঘটনা অন্তত সেটাই প্রমাণ করছে।

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version