Tuesday, November 11, 2025

এজলাসের বাইরে বিক্ষোভ, বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

Date:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় এবার বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) কাছে দুঃখপ্রকাশ করল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (Advocate General) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুঃখপ্রকাশ করেন। আজ, বুধবার বিচারপতি মান্থার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “আপনার এজলাসের বাইরে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তার জন্য আমি দুঃখিত।” শুধু দুঃখপ্রকাশ করাই নয়, আগামিদিনে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর থাকবে বলে বিচারপতিকে আশ্বস্ত করেন রাজ্যের এজি।

এদিকে এদিনও তাঁর এজলাসে মামলার শুনানি থাকলেও, অনেক আইনজীবী হাজির ছিলেন না একঝাঁক আইনজীবী। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি মান্থা। তবে এমন সমস্যা দীর্ঘায়িত হবে না বলেও বিচারপতি মান্থাকে আশ্বস্ত করেন এজি। আইনজীবীদের আচরণে দুঃখপ্রকাশ করেছেন বার এসোসিয়েশনের (Bar Association) সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকও।

প্রসঙ্গত গত সোমবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একটি বড় অংশ। বিক্ষোভের জেরে তাঁর এজলাসে সেদিন কোনও শুনানি হয়নি। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?”

শুধু তাই নয়, বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির বাইরেও পোস্টার পড়ে। এই ঘটনায় ময়দানে নামেন খোদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পুলিশকে হাইকোর্টে আইন-শৃঙ্খলা কঠোর হাতে বজায় রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। অন্যদিকে, বিচারপতি মান্থার বাড়ির বাইরেও নিরাপত্তা দেয় লেক থানার পুলিশ।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version