Thursday, August 21, 2025

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বুধবার কর্ণাটকের (Karnataka) শিবমোগা (Shivamogga) থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত মজিন আব্দুল রহমান এবং নাদিম আহমেদ সরাসরি নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। এর আগে কর্ণাটক থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ (Interrogates) করেই এই দুই কুখ্যাত জঙ্গির নাম উঠে আসে। তারপরই বুধবার দুজনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে গত বছরের সেপ্টেম্বর (September) মাসে কর্ণাটকের শিমোগা থেকে মাজ মুনির নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। তারপর থেকেই চলে কড়া নজরদারি। তদন্তকারীদের দাবি, কট্টরপন্থী মুনিরই দক্ষিণ কন্নড় জেলার বাসিন্দা মজিনকে প্রভাবিত করে। অন্যদিকে, মুনিরের সহযোগী সৈয়দ ইয়াসিনের হাত ধরেই ধৃত নাদিম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে (Primary Investigation) জানতে পারে এনআইএ। এনআইএ-র বিবৃতি অনুযায়ী, এরা দুজন বিভিন্ন জায়গা ঘুরে দেখে, সেই সব জায়গায় নাশকতা এবং অগ্নিসংযোগ করার চেষ্টা করছিল। আসলে এগুলো ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির জন্য এক বড় ষড়যন্ত্রের অংশ।

প্রাথমিকভাবে গত বছরের ১৯ সেপ্টেম্বর, কর্নাটকের শিবমোগা গ্রামীন থানায় নাশকতার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। পরে ২০২২ সালের ৪ নভেম্বর এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। গত সপ্তাহেই এই মামলার তদন্তে কর্নাটকের ৬ জায়গায় হানা দেয় এনআইএ। ওই সময়ও এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে রেশান তাজুদ্দিন শেখ এবং হুজেইর ফারহান বেগ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version