Thursday, August 28, 2025

লিজে দেওয়া সরকারি জমির নিঃশর্ত মালিকানা দেবে রাজ্য , সিদ্ধান্ত মন্ত্রিসভার

Date:

রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠকে এবার লিজে দেওয়া সরকারি জমির নিঃশর্ত মালিকানার (Unconditional ownership of leased Government Land) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এই সংক্রান্ত আইন সংশোধনে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা (State Cabinet)। রাজ্যের (West Bengal) আয় বাড়ানর পাশাপাশি এই সিদ্ধান্তের জেরে রাজ্যে শিল্পদ্যোগ বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। এখানেই শেষ নয় যে সব সংস্থা বা উদ্যোগী শিল্পপতিরা (Industrialist) ভাল কাজ করছেন তাঁদের উৎসাহ দিতে এবার পুরস্কারের সিদ্ধান্তও নেওয়া হল এই বৈঠকে।

রাজ্যে শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আনতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার মন্ত্রিসভার বৈঠকে আরও একধাপ এগিয়ে রাজ্যের আয় বাড়ানর দিকেও জোর দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত, যদি কোনও সংস্থা বা শিল্পোদ্যোগী শিল্পের নামে কম দামে জমি নিয়ে সেই জমি ফেলে রাখে, তাহলে লিজের শর্ত লঙ্ঘনের অভিযোগে সেই জমি ফিরিয়ে নেওয়া হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই শিল্পপতিরা জমির লিজের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। তাঁরা বলেন নিঃশর্ত দলিল পেলে তাঁদের কাজ করতে সুবিধা হবে। সেইমতো বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, শিল্পের জন্য নেওয়া ৯৯ বছরের লিজ হোল্ড জমি এবার থেকে ফ্রি হোল্ড করে দেওয়া হবে। অর্থাৎ যারা ৯৯ বছরের জন্য জমি লিজ পেয়েছিলেন তাঁরা নিঃশর্ত দলিল পেয়ে যাবেন। আর যারা ৩০ বছরের জন্য জমির লিজ পেয়েছিলেন, তাঁরা ৯৯ বছরের জন্য লিজ পাবেন। এদিন এই সংক্রান্ত আইন সংশোধনেরও প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

তবে শুধু লিজের জমি সংক্রান্ত সিদ্ধান্তই নয়, পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেট সূত্রে খবর ফুরফুরা গ্রামীণ হাসপাতালকে ৩০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যা করা হবে। এছাড়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উলুবেড়িয়া, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Jhargram Medical College and Hospital),বারাসাত সরকারি মেডিকেল কলেজ , তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ- এই ৬টি মেডিক্যাল কলেজে ১০২ জন অধ্যাপক নিয়োগ করা হবে। প্রতিটা কলেজে মোট ৬৬ জন সহযোগী অধ্যাপক, ও ১২০ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে বলেও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে ।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version