Thursday, August 21, 2025

গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা ফিরলেন উত্তরপ্রদেশের চন্দ্রাবতী !

Date:

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই মেলার জাতীয় স্বীকৃতি (National Recognition) দাবি করেছেন। যদিও এখনো পর্যন্ত গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) জন্য কেন্দ্রের তরফ থেকে এতটুকু সাহায্য মেলেনি বলে উঠেছে অভিযোগ। কিন্তু কেন্দ্র থেকে টাকা না পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার নানা উন্নয়নমূলক কাজে প্রতিটা মুহূর্তে সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন। গঙ্গাসাগরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। এয়ার অ্যাম্বুলেন্সের (Air Ambulance) কথা আগেই বলা হয়েছিল। এবার রাজ্য সরকারের তৎপরতায় গঙ্গাসাগরে কাজ শুরু করল এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance)। আর তাতে চড়েই গঙ্গাসাগর থেকে কলকাতায় এলেন যোগী রাজ্যের বাসিন্দা ৩৭ বছরের চন্দ্রাবতী।

গঙ্গাসাগর মেলায় কোন পূণ্যার্থী যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই দিকে কড়া দৃষ্টি রেখেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। জরুরি প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করার কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার প্রথম সেই অ্যাম্বুলেন্স কাজ শুরু করল। উত্তরপ্রদেশের (Uttarpradesh)বালিয়া জেলার কেউরাপুরমের বাসিন্দা সাইত্রিশ বছরের চন্দ্রাবতী ভার্মা গুরুতর অসুস্থ হয়ে সাগরমেলা হাসপাতালে (Sagarmela Hospital) ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কলকাতায় রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৎক্ষণাৎ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে হাওড়ার ডুমুরজলায় পাঠানো হয়। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যায়। প্রয়োজনে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version