Tuesday, August 26, 2025

মোদিকে ‘বিবেকানন্দের নবরূপ’ বলে তৃণমূলের তোপের মুখে সৌমিত্র খাঁ

Date:

Share post:

আজ বিবেকানন্দের জন্মদিনে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলনা করলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে।শুধু তুলনা টেনেই ক্ষান্ত হননি তিনি, আধুনিক ভারতে মোদিরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছে বলে দাবি করলেন সৌমিত্র।

বৃহস্পতিবার বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এ দিন বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার এলাকায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সৌমিত্র। সেখানেই সরাসরি মোদিকে বিবেকানন্দের নবরূপ বলে মন্তব্য করেন সৌমিত্র। জেলা বিজেপি অবশ্য সাংসদের এই মন্তব্যের দায় নেয়নি। নেতৃত্বের সাফ কথা, ”এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

এদিন বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “স্বামী বিবেকানন্দ নবরূপে ফিরে এসেছেন নরেন্দ্র মোদি হিসেবে। কারণ যেভাবে স্বামীজি দেশের কাজ করতেন ঠিক সেভাবেই দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন প্রধানমন্ত্রী। তাই আমার মনে হয় তিনিই আজকের স্বামীজি।” এই মন্তব্য করেই বিপাকে পড়েছেন বিজেপি সাংসদ। পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ,”গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। ওঁর মস্তিষ্কের ধূসর জায়গার এমআরআই করা উচিত।”

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সৌমিত্রর ব্যাপারে এ বার আমি বলতে বাধ্য হচ্ছি যে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি জীবনের সবকিছু ত্যাগ করে ধর্মের, দেশের সেবা করেছেন। কেউ ত্যাগ করে সেবা করেন, কেউ দেশ সেবা করেন ভোগ করে। স্বামীজিকে এ ভাবে তাচ্ছিল্য করে ওঁর অপমান করা হচ্ছে। বাংলার মানুষ এটা মেনে নেবেন না।”

বিজেপি সাংসদের এই বক্তব্য চাউর হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

spot_img

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...