Sunday, November 9, 2025

রাজনৈতিক ফায়দা তুলতে ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে ফেলা হল মোদির নামে

Date:

Share post:

ক্ষমতায় আসার পর রাজনৈতিক ফায়দা তুলতে কেন্দ্রের একাধিক প্রকল্পে নিজের নাম দিয়েছে মোদি সরকার। এবার খাদ্য প্রকল্পের নামের সঙ্গেও জুড়তে চলেছে প্রধানমন্ত্রী মোদির নাম। তাও আবার ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নামে বদল আনতে চলেছে মোদি সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে রাখা হবে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’।

আরও পড়ুন:রেশন দুর্নীতির শীর্ষে যোগীর “ডাবল ইঞ্জিন” উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই মোদি-শাহের গুজরাতও
করোনার সময় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা ৮১ কোটি মানুষকে নিখরচায় বাড়তি রেশন বিলি করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। তার নাম রাখা হয়েছিল ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।’ দু’সপ্তাহ আগে মোদি সরকারের সিদ্ধান্তে প্রকল্পটির ইতি টেনে বাড়তি রেশন বিলি বন্ধ করা হয়।
২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসাধারণের আইওয়াশ করতে কেন্দ্রের বিজেপি সরকার সিদ্ধান্ত নেয়, এখন থেকে গোটা খাদ্য সুরক্ষা প্রকল্পের নামই ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ রাখা হবে। অর্থ্যাৎ ইউপিএ সরকারের প্রকল্পের নাম বদলে মোদি সরকারের নামে প্রকল্পের নাম রাখতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রিসভাকে পাঠানো নোটে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের প্রস্তাব ছিল, নতুন নাম হোক ‘প্রধানমন্ত্রী গরিব অন্ন সুরক্ষা যোজনা’। তার বদলে কোভিডের সময় থেকে চালু ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র নামই পছন্দ করেছেন মোদি।



কংগ্রেসের অভিযোগ, ইউপিএ সরকার খাদ্য সুরক্ষা আইন করে গরিবদের জন্য সস্তায় রেশনের প্রকল্প নিয়েছিল। সে সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিই তার বিরোধিতা করেছিলেন। এখন তিনি‌ই ২০২৪-এর ভোটের আগে সেই প্রকল্পে নিজের নাম জুড়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। এর আগেও মোদি পুরনো সরকারি প্রকল্প, বিশেষত ইউপিএ সরকারের প্রকল্প নতুন মোড়কে হাজির করে তাতে প্রধানমন্ত্রীর নাম জুড়ে দিয়েছেন। যেমন, ইন্দিরা আবাস যোজনার নাম বদলিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়েছে। ফসল বিমা প্রকল্পের নাম মোদি জমানায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হয়েছে। জন ঔষধির নামও প্রধানমন্ত্রীর নামে হয়েছে। দরিদ্র পরিবারকে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনার নাম প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা করা হয়েছে। কিছু দিন আগে সারে ভর্তুকির প্রকল্পের নামও প্রধানমন্ত্রী ভারতীয় জনউর্বরক পরিযোজনা রাখা হয়েছে। এ বার খাদ্য ভর্তুকিতেও প্রধানমন্ত্রীর নাম জুড়ে দেওয়া হল।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...