Monday, August 25, 2025

Twitter: কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ মাস্কের, বন্ধের পথে সিঙ্গাপুরের সদর দফতর!

Date:

তবে কী এবার সিঙ্গাপুরের (Singapore) সদর দফতর বন্ধ করে দেওয়ার পথে টুইটার (Twitter)? ইতিমধ্যে কর্মীদের বাড়ি থেকে কাজ (Work From Home) করার কথা বলে দেওয়া হয়েছে। তবে সত্যিই কী এবার বন্ধের হতে চলেছে টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর (Head Quarter)? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত টুইটারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখে কুলুপ এঁটেছেন মালিক ইলন মাস্কও (Elon Musk)।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর কাণ্ড ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। কখনও ব্যাপক হারে কর্মী ছাঁটাই, কখনও বা আজব সব নিয়ম-নীতি চালু করছেন টুইটারে। আর মাস্কের হাতে দায়িত্ব যাওয়ার পর থেকেই নানা রকম টানাপোড়েন চলছে এই সংস্থায়। ইতিমধ্যে চাকরি খুইয়েছেন বহু মানুষ। স্বভাবতই, প্রশ্ন উঠছে এবার কী পাকাপাকি ভাবে সিঙ্গাপুরে টুইটারের অফিসে তালা পড়তে চলেছে? ইতিমধ্যে তা নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, গত বুধবার সিঙ্গাপুরে টুইটারের অফিসে কর্মরতরা একটি মেল (E Mail) পান। সেই মেলে লেখা ছিল, হাতে বিকেল ৫টা পর্যন্ত সময়। তার মধ্যে অফিস চত্বর ছেড়ে দিতে হবে। বৃহস্পতিবার থেকে বাড়িতে বসেই কাজ করতে হবে। আর এই বয়ানের মেল পেয়েই চরম দুশ্চিন্তায় পড়ে যান কর্মীরা। তা হলে কী আবার ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে? এই প্রশ্ন উঠতে শুরু করে। সিঙ্গাপুরের ক্যাপিটা গ্রিন বিল্ডিংয়ে টুইটারের অফিস। সেই অফিসেও ইতিমধ্যে তালা পড়েছে।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version