Thursday, November 13, 2025

চরম অব্যবস্থা যোশীমঠে! মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই চলছে রাস্তা তৈরির কাজ

Date:

একাধিকবার বারণ করলেও মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ। এখনও যোশীমঠের (Joshimath) কাছে চলছে রাস্তার কাজ। বর্ডার রোড অর্গানাইজেশনের (Border Road Organisation) ভূমিকা নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবারও সেখানে কাজ চলছে বলে খবর। গত ৮ জানুয়ারি উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) যোশীমঠে দাঁড়িয়ে বড় প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সে কথা কানে তোলেননি বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই যোশীমঠ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে চলে এনটিপিসি-র (NTPC) তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরাখণ্ডে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। সাদা চাদড়ে মুড়েছে উত্তরাখণ্ড। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ধস (Landslide) নামার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতেই যোশীমঠের বহু বাড়িতে বড়সড় ফাটল দেখা গিয়েছিল। ধীরে ধীরে শুধু বাড়িতেই নয়, ফাটল দেখা যায় একাধিক রাস্তা ও সেনা ক্যাম্পেও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ঘোষণার পরেও ক্ষতিগ্রস্ত এলাকার কাছেই ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যোশীমঠ-দিল্লি ৭ নম্বর জাতীয় সড়কের কাজ চলেছে। রীতিমতো পাথর ভাঙার মেশিন দিয়ে চলে পাহাড় ভাঙার কাজ। তবে মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সরকারের নাকের ডগায় বসে এমন কাজ চালানো হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি মহকুমা শাসকও নাকি এই কাজের বিষয়ে সবকিছুই জানেন। তবুও দেদারে চলছে কাজ। মহকুমা শাসক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফ জানিয়েছেন, বর্ডার রোড অর্গানাইজেশন এই কাজ করছে। এই কাজ ২০২৪ সাল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কীভাবে এমন কাজ চলছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে যোশীমঠের সমস্ত দায় গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে বিজেপির (BJP) হাইকম্যান্ড তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version