Wednesday, December 17, 2025

চরম অব্যবস্থা যোশীমঠে! মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই চলছে রাস্তা তৈরির কাজ

Date:

Share post:

একাধিকবার বারণ করলেও মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ। এখনও যোশীমঠের (Joshimath) কাছে চলছে রাস্তার কাজ। বর্ডার রোড অর্গানাইজেশনের (Border Road Organisation) ভূমিকা নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবারও সেখানে কাজ চলছে বলে খবর। গত ৮ জানুয়ারি উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) যোশীমঠে দাঁড়িয়ে বড় প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সে কথা কানে তোলেননি বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই যোশীমঠ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে চলে এনটিপিসি-র (NTPC) তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরাখণ্ডে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। সাদা চাদড়ে মুড়েছে উত্তরাখণ্ড। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ধস (Landslide) নামার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতেই যোশীমঠের বহু বাড়িতে বড়সড় ফাটল দেখা গিয়েছিল। ধীরে ধীরে শুধু বাড়িতেই নয়, ফাটল দেখা যায় একাধিক রাস্তা ও সেনা ক্যাম্পেও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ঘোষণার পরেও ক্ষতিগ্রস্ত এলাকার কাছেই ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যোশীমঠ-দিল্লি ৭ নম্বর জাতীয় সড়কের কাজ চলেছে। রীতিমতো পাথর ভাঙার মেশিন দিয়ে চলে পাহাড় ভাঙার কাজ। তবে মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সরকারের নাকের ডগায় বসে এমন কাজ চালানো হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি মহকুমা শাসকও নাকি এই কাজের বিষয়ে সবকিছুই জানেন। তবুও দেদারে চলছে কাজ। মহকুমা শাসক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফ জানিয়েছেন, বর্ডার রোড অর্গানাইজেশন এই কাজ করছে। এই কাজ ২০২৪ সাল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কীভাবে এমন কাজ চলছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে যোশীমঠের সমস্ত দায় গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে বিজেপির (BJP) হাইকম্যান্ড তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

 

 

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...