Tuesday, August 26, 2025

স্বামীজির ১৬১-তম জন্মদিনে টুইট করে শ্রদ্ধা নিবেদন মমতা-অভিষেকের

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের জন্মদিনে (Swami Vivekananda Birth Anniversary) রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। বৃহস্পতিবার স্বামীজির জন্মদিনে টুইট (Tweet) করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন, ‘আমি স্বপ্নদর্শী আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শিক্ষা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মানবজাতির সেবা ও ভক্তির পথে চলতে। তাঁর দেখানো আলো যেন আমাদের সকলকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়। ’

স্বামীজির ১৬১ তম জন্মদিনে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘আমি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় মাথা নত করছি। একজন সন্ন্যাসী যিনি আমাদের মধ্যে ঐক্য ও মানবতার মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংকীর্ণ সীমানা অতিক্রম করেছিলেন। তাঁর শিক্ষা আমাকে প্রতিদিন উঠতে, জাগ্রত হতে এবং আমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত না থামার নির্দেশ করে।’

যুবদিবস উপলক্ষে সকাল থেকেই জায়গায় জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায়। বিভিন্ন স্কুলের পড়ুয়া অংশ নেন সেই শোভাযাত্রায়। বেলুড়মঠে (Belur Math) সকাল থেকেই স্বামী বিবেকানন্দের ঘরে বিশেষ পুজো, মন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের (Swami Vivekananda) জীবনবাণী স্মরণ করে একাধিক জায়গায় স্বামীজির ছবিতে মাল্যদানের ব্যবস্থাও করা হয়েছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়িতে (Ancestral House of Swami Vivekananda)গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, আজ রাজনীতির কারণে আসিনি। বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি। স্বামীজির জন্মদিনেও রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারল না ভারতীয় জনতা পার্টি (BJP)। ওয়াকিবহুল মহলের একাংশ মনে করছেন, ফ্লেক্স লাগানো থেকে শুরু করে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান পালন, সবেতেই রাজনৈতিক শত্রুতাই প্রাধান্য পেল বিজেপি নেতৃত্বের নানা মন্তব্যের মাধ্যমে।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...