স্বামী বিবেকানন্দের জন্মদিনে (Swami Vivekananda Birth Anniversary) রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। বৃহস্পতিবার স্বামীজির জন্মদিনে টুইট (Tweet) করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন, ‘আমি স্বপ্নদর্শী আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শিক্ষা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মানবজাতির সেবা ও ভক্তির পথে চলতে। তাঁর দেখানো আলো যেন আমাদের সকলকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়। ’

I pay my humble homage to the visionary spiritual leader Swami Vivekananda on his birth anniversary.
His teachings have inspired generations to walk on the path of service and devotion to mankind.
May the light shown by him guide us all to spiritual salvation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 12, 2023
স্বামীজির ১৬১ তম জন্মদিনে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘আমি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় মাথা নত করছি। একজন সন্ন্যাসী যিনি আমাদের মধ্যে ঐক্য ও মানবতার মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংকীর্ণ সীমানা অতিক্রম করেছিলেন। তাঁর শিক্ষা আমাকে প্রতিদিন উঠতে, জাগ্রত হতে এবং আমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত না থামার নির্দেশ করে।’

I bow my head in reverence to Swami Vivekananda on his birth anniversary.
A monk who transcended parochial boundaries to establish the values of unity and humanity amongst us.
His teachings propel me everyday to arise, awaken and to stop not until my goal has been achieved.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2023
যুবদিবস উপলক্ষে সকাল থেকেই জায়গায় জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায়। বিভিন্ন স্কুলের পড়ুয়া অংশ নেন সেই শোভাযাত্রায়। বেলুড়মঠে (Belur Math) সকাল থেকেই স্বামী বিবেকানন্দের ঘরে বিশেষ পুজো, মন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের (Swami Vivekananda) জীবনবাণী স্মরণ করে একাধিক জায়গায় স্বামীজির ছবিতে মাল্যদানের ব্যবস্থাও করা হয়েছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়িতে (Ancestral House of Swami Vivekananda)গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, আজ রাজনীতির কারণে আসিনি। বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি। স্বামীজির জন্মদিনেও রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারল না ভারতীয় জনতা পার্টি (BJP)। ওয়াকিবহুল মহলের একাংশ মনে করছেন, ফ্লেক্স লাগানো থেকে শুরু করে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান পালন, সবেতেই রাজনৈতিক শত্রুতাই প্রাধান্য পেল বিজেপি নেতৃত্বের নানা মন্তব্যের মাধ্যমে।