সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার, ছত্তিশগড়কে হারাল ২-০ গোলে

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। প্রথমার্ধে ম‍্যাচে বল পজিশন বাংলারই ছিল।

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। শুক্রবার নিজেদের চতুর্থ ম‍্যাচে ছত্তিশগড়কে ২-০ গোলে হারাল বাংলা। বাংলার হয়ে জোড়া গোল নরহরি শ্রেষ্ঠার। ম‍্যাচের সেরাও তিনি।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। প্রথমার্ধে ম‍্যাচে বল পজিশন বাংলারই ছিল। আক্রমণে গেলেও প্রথমার্ধের গোলের দরজা খুলতে পারেনি বঙ্গ ব্রিগেড। যার ফলে প্রথমার্ধে থাকে গোলশূন‍্য। দ্বিতীয়ার্ধে নরহরিকে মাঠে নামান বিশ্বজিৎ ভট্টাচার্য। আর মাঠে নামাতেই আক্রমণের ঝাঁঝ বাড়ে বাংলার। ম‍্যাচের ৫৭ মিনিটে তারক হেমব্রমের পাস থেকে নরহরি গোল করে বাংলাকে ১-০ গোলে এগিয়ে দেন। ৬৮ মিনিটে দীপক রজকের পাস থেকে ফের গোল করেন নরহরি শ্রেষ্ঠা। চারটি ম‍্যাচ খেলে ৬ টি গোল করে ফেললেন নরহরি।

সন্তোষ ট্রফিতে কোয়ালিফাইং রাউন্ডে চার ম‍্যাচে চারটিতে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে বাংলা। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে থাকায় মহারাষ্ট্র রয়েছে দুই নম্বরে।

Previous articleবকেয়া ১০০ দিনের কাজের টাকা, কেন্দ্রের শর্তে বন্ধ একাধিক কাজ
Next articleইতিহাস আজও কথা বলে