বিচারপতি মান্থাকে বিক্ষোভের ‘তদন্তে’  তিন আইনজীবীর দল পাঠাচ্ছে বার কাউন্সিল

রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলার পাশাপাশি, তাঁরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন।

0
1

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে আইনজীবীদের একাংশের বিক্ষোভের সময় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’।ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে হাই কোর্টে। রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলার পাশাপাশি, তাঁরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন।

‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’র প্রতিনিধিদলে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অশোক মেহতা এবং দিল্লি হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার।

প্রসঙ্গত, গত সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন আইনজীবীদের একাংশ। পরে বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রস্তাবও আনেন বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েক জন। চলতে থাকে এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ। থমকে যায় বহু মামলার শুনানিও।