Thursday, January 15, 2026

এক গোলে এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল

Date:

Share post:

এক গোলে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গল এফসির। ইস্টবেঙ্গলে আঁধার কাটছে না। জামশেদপুরকে হারিয়ে প্রথম ছয়ে থাকার আশা বাঁচিয়ে রাখতে চেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু এগিয়ে থেকেও আরও একবার লজ্জার হারে নিভল মশাল। ক্লেটন সিলভার গোলে এগিয়ে থেকে ২-১ গোলে হার লাল-হলুদের। দ্বিতীয়ার্ধে বারবার গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার অভ্যাস লিগের মাঝপথে এসেও বদলাতে পারল না স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। জামশেদপুরকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতায় এসে মধুর প্রতিশোধ নিয়েই ফিরছে এডি বুথরয়েডের দল। শেষ মুহূর্তে গোল করে জামশেদপুরকে জিতিয়ে দিলেন আসানসোলের বঙ্গসন্তান ঋত্বিক দাস। তাদের অপর গোলটি করেন হ্যারি সয়ের। এবারে লিগে অন্তত ন’টি ক্ষেত্রে জয়ের জায়গায় থেকে ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। চাপ আরও বাড়ল কোচ স্টিফেনের উপর। ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নামল লিগে ৯ নম্বরে। ১০ নম্বরে জামশেদপুর।

ইস্টবেঙ্গলের হয়ে চলতি মরশুমে যেটুকু ভরসা দিচ্ছেন সেই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। নিয়মিত গোল করে দলকে লড়াইয়ে রাখছেন। এদিনও তা করলেন। ম্যাচের ১২ মিনিটে ক্লেটনের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। অ্যালেক্স লিমার পাস থেকে গোলমুখী আক্রমণ ক্লেটনের পায়ে ফিনিশ। কিন্তু এই গোলও ধরে রাখতে পারেনি লাল-হলুদ। মাঝমাঠে বল ধরে খেলার লোক নেই। রক্ষণ কমজোরি। উইং প্লে নেই। তাই আক্রমণও দানা বাঁধে না। ফলে ম্যাচের পর ম্যাচ শুরুতে উজ্জীবিত ফুটবল খেললেও সময় যত গড়ায়, ম্যাচ থেকে হারিয়ে যায় কনস্ট্যান্টাইনের দল। যুবভারতীতে ঘরের মাঠেও এদিন সেই চেনা ছবি লাল-হলুদের খেলায়। ইস্টবেঙ্গল রক্ষণের ব্যর্থতায় দু’টি গোল জামশেদপুরের। ৬১ মিনিটে সয়ারের গোলে সমতা ফেরায় তারা। ৮৫ মিনিটে রক্ষণে জেরি, সার্থক গলুইদের ভুলে জয়সূচক গোলটি করে যান ঋত্বিক। ম্যাচের সেরাও হলেন বঙ্গসন্তান।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...