Thursday, November 13, 2025

বকেয়া ১০০ দিনের কাজের টাকা, কেন্দ্রের শর্তে বন্ধ একাধিক কাজ

Date:

Share post:

১০০ দিনের কাজ (100 Days work) সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। প্রায় বছর ঘুরতে গেলেও মেলেনি টাকা। ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার গরিব মানুষের কর্ম সংস্থানের ওই প্রকল্পে কেন্দ্র সরকার চাপিয়ে দেওয়া শর্তে বন্ধ হয়ে গেলো ওই প্রকল্পের আওতায় চলা বহু ধরনের কাজ বা স্কিম (Scheme)।

পঞ্চায়েত দফতর(Panchayat department) সূত্রে খবর,ওই সব শর্ত মানতে গিয়ে বাংলার বুকে আড়াই লক্ষর বেশি স্কিমের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। গত ৫ মাসে এই সব কাজ বন্ধ রয়েছে রাজ্যে। বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্যের চাপানউতোরের মধ্যেই নয়া শর্ত চাপিয়ে গ্রামবাংলার উন্নয়নে আরও একবার নিঃশব্দে কোপ বসিয়েছে মোদি সরকার (Modi Government)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত বছরের মাঝামাঝি সময়ে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে বেশ কিছু নয়া শর্ত আরোপ করে। ওইসব শর্তে বলা হয়েছে, ১০০ দিনের কাজ প্রকল্পে একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে ২০টির বেশি স্কিমের কাজ করা যাবে না। একটি পঞ্চায়েতে এককালীন সর্বাধিক ২০টি স্কিমের কাজ করা যাবে। ১০০ দিনের কাজের বরাদ্দ এবং বকেয়া টাকা পেতে গেলে এই নির্দেশিকা মেনে চলতেই হবে। কেন্দ্রের সেই চিঠি পেয়েই নড়েচড়ে বসতে বাধ্য হয় নবান্ন। সেই সময় বাংলার বুকে ১০০ দিনের কাজের প্রকল্প বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অধীনে ১৪.৩৮ লক্ষটি স্কিমের কাজ চলছিল। কিন্তু কেন্দ্রের সেই চিঠির জেরে একপ্রকার বাধ্য হয়েই রাজ্য সরকার সমীক্ষা শুরু করে কোন কোন কাজ বন্ধ করে দেওয়া সম্ভব, তা চিহ্নিত করতে। সেই সমীক্ষা শেষে পুকুর কাটা, সোকপিট তৈরি, খাল সংস্কারের মতো ২.৮১ লক্ষ স্কিম চিহ্নিত করা হয় ও সেগুলির কাজ রাজ্য সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়। বাকি যে সব স্কিমের কাজ বজায় রাখা হচ্ছিল সেগুলির কাজও এখন মাঝপথে থমকে দাঁড়িয়েছে। রাজ্যে এখন এমন স্কিমের সংখ্যা ১১.৫৭ লক্ষ। সামগ্রী বাবদ খরচ এবং বরাদ্দ শ্রমদিবসের সংখ্যা নিশ্চিত করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে কাজগুলি।

রাজ্যের তরফে কেন্দ্রকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই চিঠির আবার কোনও উত্তর এখনও পায়নি নবান্ন। কিন্তু ঘটনা হচ্ছে, কেন্দ্র সরকার যখন গত বছর জানিয়েছিল যে একটি পঞ্চায়েতে এককালীন সর্বাধিক ২০টির বেশি স্কিমের কাজ করা যাবে না তখন কিন্তু বাংলার পাশাপাশি দেশের আরও বেশ কিছু রাজ্যের তরফেও আপত্তি জানানো হয়। কেননা, কেন্দ্রের যুক্তি ছিল সঠিক মানদণ্ড বজায় রেখে প্রকল্পের কাজ চালাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঘটনা কাজ কমালেই যে মানদণ্ড ঠিক থাকবে, এই চিন্তাভাবনা ঠিক নয়। বাংলা সহ দেশের আরও বেশ কিছু রাজ্যের সেই আপত্তির জেরে কেরলের জন্য একটি গ্রাম পঞ্চায়েতে এককালীন চলা কাজের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৫০ করেছে কেন্দ্র। কিন্তু বাংলার জন্য তা আর বাড়ানো হয়নি। সেটা এখনও ২০ করেই রাখা হয়েছে। অথচ কেরলের মতো সেটিও ৫০ করে দিলে যে সব কাজ বাকি আছে বা বাদ পড়েছিল সেগুলি অনায়াসে শেষ হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় বাংলার তরফে যে আবেদন কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে তা নিয়ে মোদি সরকার কোনও সিদ্ধান্ত নেয় কিনা।

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...