Saturday, December 6, 2025

দক্ষিণেশ্বরে শ্যু*টআউট, ডাকাত ধরতে গিয়ে গু*লিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

ডাকাত ধরতে গিয়ে শ্যুটআউটে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার, বিকেলে দক্ষিণেশ্বরের (Dakhineswar) একটি গেস্ট হাউসে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers)। তাঁর পায়ে গুলি লাগে। প্রথমে বেলঘড়িয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

রহড়ার একটি প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনার কিনারা করতে ওই ডলফিন গেস্ট হাউসে অভিযান চালায় পুলিশ। গত সপ্তাহে ওই কারখানার মালিককে আটকে রেখে ৩০ থেকে ৩৫ লাখ টাকা লুঠ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে, গেস্ট হাউসে তল্লাশি চালাতে যায় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

গেস্ট হাউসের কর্মীর বয়ান অনুযায়ী, শুক্রবার সকালেই প্রথমে আসেন একজন। তিনি পরিচয়পত্র দেখিয়ে ওই গেস্ট হাউসে ঘর নেন। এরপরে আর একজন আসেন। তিনি ওই ঘরে যান। তৃতীয়জন এলে গেস্ট হাউস থেকে নিষেধ করা হয়। কারণ এক ঘরে তিনজন থাকার নিয়ম নেই। তৃতীয় ব্যক্তি আসার ১০ মিনিটের মধ্যেই পুলিশ এসে দুষ্কৃতীদের ছবি দেখায়। তারপরেই পুলিশ ওই তিনজনের ঘরের দিকে যায়। এরপরে গুলির শব্দ শোনা যায়। দুষ্কৃতীদের গুলিতে আহত হন সিভিক ভলেন্টিয়ার।

তিন দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

 

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...