Friday, November 7, 2025

Tamilnadu: সরকার-রাজ্যপাল সংঘাত চরমে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি স্ট্যালিনের

Date:

রাজ্য ও রাজ্যপাল সংঘাত এবার চরম আকার নিল দক্ষিনের রাজ্য তামিলনাড়ুতে(Tamilnadu)। সংঘাত এতটাই গুরুতর যে পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি(President) দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) হতক্ষেপ চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন(MK Stalin)। বৃহস্পতিবার রাজ্যপালের(Govornor) বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমকে(DMK) প্রতিনিধি দল। যেখানে ছিলেন সাংসদ টিআর বালু, বিলসন, এনআর এলেঙ্গি, তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতিরা। রাষ্ট্রপতি সাক্ষাতে তাঁর হাতে একটি মুখবন্ধ খাম তুলে দেওয়া হয়।

তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে নানান ইস্যুতে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে সরকারের। রাজ্যপাল যাতে বিধানসভায় নেওয়া সিদ্ধান্তগুলিকে সম্মান করেন তার জন্য রাষ্ট্রপতির কাছে দরবার করে ডিএমকের প্রতিনিধি দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের লেখা চিঠিও তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। জানা গিয়েছে, এই চিঠিতে ৯ জানুয়ারির ঘটনার উল্লেখ করা হয়েছে সরকারের তরফে। যেখানে বিধানসভায় সরকারের তৈরি করা ভাষণ মাঝপথে থামিয়ে দেন রাজ্যপাল। চিঠিতে স্ট্যালিন অভিযোগ করেছেন, এই ধরনের আচরণ বিধানসভার ঐতিহ্যের বিরোধী। চিঠিতে রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যপালকে সর্বদা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু রাজ্যপাল রবি রাজ্য সরকারের সঙ্গে রীতিমতো রাজনৈতিক আদর্শগত লড়াই শুরু করেছেন। যা সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী।

স্ট্যালিন অভিযোগ করেলেন, রাজ্যপাল রবি তামিল জনগণের সংস্কৃতি, সাহিত্য এবং ন্যায়সঙ্গত রাজনীতির বিরুদ্ধে। তিনি তামিলনাড়ুতে দ্রাবিড় নীতি, সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং যুক্তিবাদী চিন্তাভাবনার মতো ধারণা গ্রহণ করতে পারেন না। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল প্রকাস্য সভায় তামিল সংস্কৃতি, সাহিত্য এবং সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছিলেন এবং ৯ জানুয়ারির ঘটনা এটিরই একটি সম্প্রসারণ। অথচ আমাদের সংবিধানের 163(1) অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে অবশ্যই মন্ত্রী পরিষদের সুপারিশ অনুসরণ করতে হবে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version