Wednesday, November 5, 2025

প্রয়াত এলভিস-কন্যা মাইকেল জ্যাকস্যানের স্ত্রী লিসা প্রেসলি

Date:

Share post:

প্রয়াত আমেরিকার রকসঙ্গীত তারকা এলভিস প্রেসলির কন্যা, গায়িকা লিসা ম্যারি প্রেসলি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।লিসাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মেয়ের মৃত্যুর খবর জানিয়ে মা প্রিসিলা প্রেসলি জানান, “মিষ্টি মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। বলতে আমার বুক ফেটে যাচ্ছে…কিন্তু লিসা আর নেই।”

আরও পড়ুন:ঘোরতর ‘সংসারী’ সুমিত্রা নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিসেবে
পাশাপাশি, মেয়েকে হারিয়ে মা জানান, লিসার মতো আন্তরিক এবং উদার মানুষ বিরল। সবাইকে আপন করে নিতেন তিনি। সুন্দর মনের মানুষ হয়ে মন জয় করে নিয়েছিলেন সকলের। একই সঙ্গে তিনি ছিলেন অসম্ভব দৃঢ় চরিত্রের নারী। প্রিসিলা বলেন, “আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারব কি না জানিনা, সময় চেয়ে নিচ্ছি।”

প্রসঙ্গত, ১৯৬৮ সালে জন্ম লিসার।যখন তাঁর ৯ বছর বয়স তখন লিসার বাবা এলভিসের প্রেসলি মারা যান। তার পর থেকে নিরন্তর সঙ্গীতসাধনা করে চলেন কন্যা। ২০০৩ সালে প্রথম গানের অ্যালবাম মুক্তি পায় লিসার। ‘টু হুম ইট মে কনসার্ন’ সেটির নাম। পরেরটি আসে ২০০৫ সালে, ‘নাও হোয়াট’। দু’টি অ্যালবামই বিলবোর্ড তালিকায় প্রথম দশে জায়গা করে নেয়।

প্রথম স্বামীর সঙ্গে ২০ দিনের দাম্পত্যের অবসান ঘটিয়ে ১৯৯৪ সালে মাইকেল জ্যাকসনের সঙ্গে সংসার পাতেন। ২ বছর সংসারের পর ১৯৯৬ সালে মাইকেল জ্যাকসন যখন শিশুনিগ্রহের ঘটনায় অভিযুক্ত হন তখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০২ সালে অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেছিলেন লিসা। যদিও ৪ মাসের মধ্যে ভেঙে যায় সংসার। এর পর বিয়ে করেন এক গিটারবাদককে। তাঁর সঙ্গেও ২০২১ সালে বিচ্ছেদ হয়।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...