Sunday, December 21, 2025

ছাত্রীদের হোস্টেলে দুষ্কৃ*তী হানা! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

Date:

Share post:

রাতের অন্ধকারে ছাত্রীদের হোস্টেলে (Hostel) দুষ্কৃতী তাণ্ডব! ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে (University)। এদিকে নিরাপত্তার (Security) দাবিতে শুক্রবার সকাল থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) হোস্টেলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। ঘটনার তদন্তে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, এমন এমন ঘটনা হামেশাই লেগে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। ঘটনার পরই হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসানো হবে সিসি ক্যামেরাও (CCTV Camera)।

পাশাপাশি ঘটনার জেরে এদিন নিরাপত্তার দাবিতে হোস্টেলে দীর্ঘদিন বিক্ষোভ দেখান ছাত্রীরা। বাধ্য হয়ে ময়দানে নামতে হয় উপাচার্যকে (Vice Chancellor)। এরপরই পরিস্থিতি সামাল দিতে হোস্টেলের সামনে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য মানসকুমার সান্যাল। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন। এরপরই পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেন।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের গেট। এরপর গভীর রাতে ছাত্রীরা টের পায় হোস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাতেই শোরগোল পড়ে যায় হোস্টেলে। এরপরই হোস্টেল থেকে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর।

 

 

spot_img

Related articles

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...

১৭ বছর বয়সেই রঞ্জিতে হাজার রানের মাইলস্টোন, ভারতীয় ক্রিকেটের ধ্রুবতারা পাণ্ডোভ

ভারতের জনবহুল দেশে ক্রিকেট প্রতিভার অভাব নেই। অনেক প্রতিভা সঠিক ভাবে বিকশিত হয়ে জাতীয় দলের জার্সিতে দেশকে গর্বিত...

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...